Advertisement

Mohun Bagan: ATK অতীত, কেমন হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টসের জার্সি?

মোহনবাগান সুপার জায়েন্টসের (Mohun Bagan Super Giants) জার্সি কেমন হবে? এ নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, ১৯৯৭-৯৮ সালে প্রথমবার জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান (Mohun Bagan)। সেই জার্সির আদলেই এবার মোহনবাগানের জার্সি তৈরি হতে পারে। যদিও, কর্তারা এই ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ। 

মোহনবাগানের সেই জার্সি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 May 2023,
  • अपडेटेड 6:58 PM IST

মোহনবাগান সুপার জায়েন্টসের (Mohun Bagan Super Giants) জার্সি কেমন হবে? এ নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, ১৯৯৭-৯৮ সালে প্রথমবার জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান (Mohun Bagan)। সেই জার্সির আদলেই এবার মোহনবাগানের জার্সি তৈরি হতে পারে। যদিও, কর্তারা এই ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ। 

কেমন হতে পারে জার্সি?
টিকে চাটুনির কোচিং-এ ১৯৯৭-৯৮ মরশুমে জাতীয় লিগ জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। আগের বছরেই ফেডারেশন কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারতে হলেও পরেরবার জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান। আর এবার প্রথমবার এটিকে মোহনবাগান প্রথমবার আইএসএল জিতেছে। সেই কারণেই প্রীতম কোটালদের জার্সিতে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমবার জাতীয় লিগ জেতার সেই সময়কে আরও একবার সমস্ত দর্শকের সামনে তুলে ধরতে চাইবেন মোহনবাগান কর্তারা। টানা দশ ম্যাচ জিতেছিল মোহনবাগান। রানার্স হওয়া ইস্টবেঙ্গলকে অনেকটাই পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন শিবির।

আরও পড়ুন: পিছিয়ে থেকেও ড্র, মদ্রিচ-ভিনিশিয়াশদের ক্লাবকে নাস্তানাবুদ করল ভারত

ডিজাইন কেমন হতে পারে?
মেরুন রঙের জার্সির হাতায় সবুজ রং থাকতে পারে। সাদা শর্টস আর মেরুন মোজা পরে নামতে দেখা যেতে পারে মোহনবাগান ফুটবলারদের। পরিবর্তন আসবে লোগোতেও। সেখানে মোহনবাগান সুপার জায়েন্টস লেখা থাকবে। 

কর্তাদের বক্তব্য
জার্সি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ মোহনবাগান কর্তারা। এক কর্তা বলেন, 'সবে এবারের মরশুম শেষ হল। এখনই পরেরবারের জার্সি নিয়ে বিশেষ কিছু বলা সম্ভব নয়। তিন ধরনের জার্সি আসবে আমাদের কাছে। সেখান থেকে ঠিক করা হবে কোন জার্সি পরে আমাদের দল পরের মরশুমে খেকবে। তাই এখনই কিছু বোলার মতো জায়গায় আসেনি।'  

আরও পড়ুন: শর্তসাপেক্ষে ইস্টবেঙ্গলে চেন্নাইয়েনের স্ট্রাইকার, কী রয়েছে চুক্তিতে?

Advertisement

দারুণ মরশুম শেষ করল মোহনবাগান

কোঝিকোড়ের (Kozhikode) ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে (E.M.S Corporation Stadium), বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হয় এটিকে-মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। এএফসি কাপের (AFC Cup) মূলপর্বে পৌছনোর লক্ষ্যে, ক্লাব প্লে-অফের (Club Play-Off) এই গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি শুট আউটে জয় হাসিল করল মোহনবাগান। শেষপর্যন্ত টাইব্রেকারে, ৩-১ ব্যবধানে জিতে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে পৌঁছে গেল জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) ছেলেরা।  আইএসএল জেতার পর এএফসি কাপেও ঢুকে পড়ল মোহনবাগান। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement