Advertisement

East Bengal Mohun Bagan: ইস্টবেঙ্গল কর্তাদের দাবিকে সমর্থন মোহনবাগানের, কোন ইস্যুতে ফের এক হল বাঙাল-ঘটি?

ফুটবলের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু মাঠের বাইরে এবার একজোট দুই প্রধান। একদিন আগেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে ভিডিও প্রযুক্তি (VAR) চালু করার দাবি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) চিঠি দিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। বুধবার তাঁদের সমর্থন জানালেন মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্ত। 

কলকাতা ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2024,
  • अपडेटेड 6:31 PM IST

ফুটবলের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু মাঠের বাইরে এবার একজোট দুই প্রধান। একদিন আগেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে ভিডিও প্রযুক্তি (VAR) চালু করার দাবি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) চিঠি দিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। বুধবার তাঁদের সমর্থন জানালেন মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্ত। 

ময়দানের ক্লাব তাঁবুতে বুধবার বিকেলে কর্মসমিতির বৈঠকের পরে মোহনবাগান সচিব বললেন, 'ভিডিও প্রযুক্তি অবিলম্বে চালু করার যে দাবি করেছে ইস্টবেঙ্গল, তা অবশ্যই সমর্থন করছি। ভিএআর চালু হলেই স্পষ্ট হয়ে যাবে, রেফারিরা কত ভুল করছেন।' ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য দেবব্রত সরকার বলেন, 'আমরা যদি আইএসএল-এর জন্য খেলোয়াড়দের জন্য বড় অংকের অর্থ ব্যয় করতে পারি, তাহলে কেন ভিএআর প্রযুক্তির পিছনে এআইএফএফ অর্থ ব্যয় করতে পারবে না? এই প্রযুক্তি চালুর মাধ্যমে ভারতীয় ফুটবলের মান বাড়ানো সম্ভব।'

আইএসএল-এর মতো বড় টুর্নামেন্টে ভিএআর না থাকা একটি বড় সমস্যা, এবং এটি চালু হলে খেলায় ন্যায়বিচার নিশ্চিত হবে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে তারা ভারতীয় ফুটবলে ভিএআর চালুর পক্ষে। ইস্টবেঙ্গলকে সমর্থনের পাশাপাশি কর্মসমিতির বৈঠকে মোহনবাগানে আগামী বছর থেকে 'ক্রিকেট দিবস' পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সচিব বললেন, 'মোহনবাগানে এত দিন একটি ক্রিকেট পিচ ছিল। এখন আরও তিনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি কংক্রিটের পিচ। এই পরিকাঠামো ময়দানের অন্য কোনও ক্লাবে নেই। চেষ্টা করছি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোনও সদস্যকে দিয়ে নতুন ক্রিকেট পরিকাঠামো উদ্বোধন করানোর। সেই দিনটিকেই আমরা ক্রিকেট দিবস হিসেবে পালন করব।' 

বুধবার থেকেই ময়দানের ক্লাব তাঁবুতে চালু হল মোহনবাগানের প্রতীক দেওয়া স্মারক, টি-শার্ট, জলের বোতল, কাপ, ছ্যতা-সহ বিভিন্ন স্মারক বিক্রি। প্রত্যেক দিন বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে ছ'টা পর্যন্ত খোলা থাকব বিপণন কেন্দ্র। এ ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শীতের ছুটিতে মোহনবাগানের সংগ্রহশালা দর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে স্কুল পড়ুয়াদের।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement