শান্তির মুখে সবুজ মেরুন। AFC চ্যাম্পিয়ন্স লিগ থেকে সাসপেন্ড করা হল মোহনবাগানকে। অষ্টমীর দিন সেপাহান ক্লাবের সঙ্গে খেলা ছিল মোহনবাগানের। কিন্তু ইরানে খেলতে না যাওয়ায় তা নাম প্রত্যাহারের সমান বলে মনে করেছিল AFC। ফলত সাসপেনশনের পর AFC কাপের আর কোনও ম্যাচ খেলতে পারবে না মোহনবাগান।
AFC-র পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রুপ সি-তে সেপাহানের বিরুদ্ধে ম্যাচের আগে ইরানের ইস্ফাহানে পৌঁছয়নি মোহনবাগান। ধরে নেওয়া হয়েছে তারা সরে দাঁড়িয়েছে। আইনের একাধিক ধারা তুলে জানানো হয়েছে মোহনবাগানের পূর্ববর্তী ম্যাচটিও বাতিল করা হচ্ছে। আহালের বিরুদ্ধে ঘরের মাঠে সেই ম্যাচে মোহনবাগান হেরে গিয়েছিল।
৩০ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবারই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ম্যাচ ছিল মোহনবাগানের। সাধারণত ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে হয়। কিন্তু সেটা হয়নি। ফলে AFC জানিয়েছে, সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলছে না সবুজ মেরুন ব্রিগেড। মন ভেঙে গিয়েছে ফ্যানেদের। দুর্গাপুজোর অষ্টমীর এই খবর শুনে যেন বিষাদের সুর সমর্থকদের মধ্যে।
গত বছরের পুনরাবৃত্তি হল মোহনবাগানের সঙ্গে। যুদ্ধের আবহে খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে ইরানে দল পাঠায়নি সবুজ মেরুন ব্রিগেড। আর এবারও স্বদেশি এবং বিদেশি ফুটবলারদের নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।
জানা যাচ্ছে, ইরানের ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি সেদেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদনও জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। অভিযোগ, AFC সেই আবেদনে সাড়া দেয়নি। প্রশ্ন তোলা হয়েছে, ম্যাচ খেলতে গিয়ে যদি কোনও ঘটনা ঘটে তার দায় কে নেবে?এবার AFC-র ঘোষণার পর কী পরিস্থিতি দাঁড়ায়, সেটাই দেখার।