Advertisement

Mohun Bagan Day: ২ দিন ধরে পালিত হবে মোহনবাগান দিবস, কেন?

উৎসব চলছে মোহনবাগানে (Mohun Bagan)। গত মরশুমে আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার পর, থেকেই সেলিব্রেশন চলছে সবুজ-মেরুন ক্লাবে। নতুন মরশুম শুরু হয়ে গেলেও সেই উৎসবের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে জানা গেল, দুইদিন ধরে মোহনবাগান দিবস সেলিব্রেশন করবে সবুজ-মেরুন।

মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2023,
  • अपडेटेड 5:59 PM IST

উৎসব চলছে মোহনবাগানে (Mohun Bagan)। গত মরশুমে আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার পর, থেকেই সেলিব্রেশন চলছে সবুজ-মেরুন ক্লাবে। নতুন মরশুম শুরু হয়ে গেলেও সেই উৎসবের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে জানা গেল, দুইদিন ধরে মোহনবাগান দিবস সেলিব্রেশন করবে সবুজ-মেরুন।
 

কেন দুইদিন ধরে সেলিব্রেশন?
প্রতি বছরই ‘মোহনবাগান দিবস’ উপলক্ষে ২৯ জুলাই ক্লাব তাঁবুকে জমজমাট অনুষ্ঠান হয়। মাঝে করোনার জন্য মোহনবাগান দিবসের অনুষ্ঠান না হলেও, গতবার থেকেই সাড়ম্বরে পালিত হচ্ছে ২৯ জুলাই। আর এবার সেই অনুষ্ঠান একদিনের নয়, হবে দু’দিন ধরে। কারণ ২৯ জুলাই মহরমের অনুষ্ঠান রয়েছে। সেই জন্যই ২৯ জুলাইয়ের পাশাপাশি অনুষ্ঠান হবে ৩০ জুলাইও। প্রথমদিন হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিভিন্ন পুরস্কার দেওয়া সহ অন্যান্য অনুষ্ঠান হবে দ্বিতীয় দিন। সোমবার ক্লাব তাঁবুতে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। 


কী কী অনুষ্ঠান হবে?
বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, ‘এবার ২৯ জুলাই মহরম। তাই আমরা দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমদিন দুপুরে প্রাক্তনদের ম্যাচ হবে। বাকি পুরস্কার বিতরণী সহ অন্যান্য কর্মসূচি ৩০ জুলাই সন্ধ্যায় হবে।‘ তবে মোহনবাগান রত্ন, জীবনকৃতি বা বিভিন্ন বিভাগের বর্ষসেরা পুরস্কার কারা পাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ১৫ জুলাই কার্যনির্বাহী সমিতির সভায় তা ঠিক হবে বলেই খবর। ২৯ জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশিত হবে। অন্যদিকে, ২০ জুলাই মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। 
 

কলকাতা লিগে দারুণ শুরু করেছে মোহনবাগান
এই মরশুমে কলকাতা লিগে মোহনবাগান তিন বছর পরে ফিরে দারুণ শুরু করেছে। প্রথম ম্যাচেই ৩-১ গোলে পাঠচক্রকে উড়িয়ে দেওয়ার পরে দ্বিতীয় ম্যাচে আগামীকাল ১২ জুলাই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে খেলবে। এর পরেই কলকাতায় এসে এএফসি কাপের প্রস্তুতি শুরু দেবেন জুয়ান ফেরান্দো। ইতিমধ্যে দলবদলের বাজারে ফুটবলার দলে নেওয়ার দৌড়ে অন্যদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। কলকাতা লিগে রিজার্ভ দল খেললেও তাঁরা ট্রফি জেতার লক্ষ্যেই নামছে। এমনটাই জানিয়েছেন মোহনবাগান সচিব। শুধু তাই নয়, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়াকেও পাখির চোখ করছে মোহনবাগান। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement