Advertisement

Mohun Bagan Ratna: মোহনবাগান রত্ন পাচ্ছেন ভারতের বেকেন বাওয়ার গৌতম সরকার

প্রথমবার কলকাতার বাইরে অনুষ্ঠিত হল মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সভা। মন্দারমণিতে অনুষ্ঠিত এই সভায়, ঠিক হয়, প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে এবার মোহনবাগান রত্ন দেওয়া হবে।

মোহনবাগান গেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2023,
  • अपडेटेड 8:00 PM IST

প্রথমবার কলকাতার বাইরে অনুষ্ঠিত হল মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সভা। মন্দারমণিতে অনুষ্ঠিত এই সভায়, ঠিক হয়, প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে এবার মোহনবাগান রত্ন দেওয়া হবে।


পাশাপাশি পি সেন ট্রফি চ্যাম্পিয়ন হওয়া মোহনবাগান ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয় মন্দারমণিতে। দীর্ঘদিন সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে সুনামের সঙ্গে খেলেছেন গৌতম সরকার। তবে শুধুমাত্র মোহনবাগানের হয়ে নয়, বাংলা দল এবং জাতীয় দলের হয়েও নিয়মিত খেলেছেন গৌতম। তাই প্রাক্তন এই ফুটবলারকেই এবার মোহনবাগান রত্ন হিসাবে বেছে নিলেন কর্তারা। এবার ২৯ শে জুলাই এর পরিবর্তে মোহনবাগান রত্ন দেওয়া হবে ৩০ শে জুলাই। ২৯ শে জুলাই শুধুমাত্র প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ হবে। এবারে মহরমের জন্য শুধুমাত্র ২৯ তারিখ নয়, ৩০ তারিখ দুইদিন ধরে অনুষ্ঠিত হবে মোহনবাগান দিবস। 

মোহনবাগানের প্রেস রিলিজ

২৯ জুলাই-এর পরের দিন ৩০ শে জুলাই হবে মূল অনুষ্ঠান। শুধু মোহনবাগান রত্ন নয়,  অন্যান্য বিভাগে কারা কারা পুরস্কার পাচ্ছেন তার তালিকাও চূড়ান্ত করা হয়েছে শনিবারের এই বৈঠকে। এবার প্রাক্তন ফুটবলার শঙ্কর বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। শিবদাস ভাদুড়ির নামে সেরা ফুটবলারের পুরষ্কারের পাবেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত সেরা স্ট্রাইকারের পুরষ্কারের পাবেন দিমিত্রি পেত্রাতোস। গত মরশুমে মোহনবাগানের হয়ে দারুণ ফুটবল খেলেছেন তিনি। সবুজ-মেরুনকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর। সেরা যুব ফুটবলার হয়েছেন এনসন সিং।  সেরা ক্রিকেটার হিসেবে অরুণ লাল অ্যাওয়ার্ড পাবেন অর্ণব নন্দী।  সেরা অ্যাথলিট মোহর মুখোপাধ্যায়, সেরা  ক্রীড়া প্রশাসক  হিসেবে অঞ্জন মিত্র অ্যাওয়ার্ড পাচ্ছেন ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্য।

মোহনবাগানের প্রেস রিলিজ


মোহনবাগান সুপার জায়েন্ট তাঁদের মার্চেন্ডাইজ শোরুম খুলতে চলেছে ক্লাবে। পাশাপাশি ২৯ জুলাই প্রকাশিত হবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী। ২০ জুলাই প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামাঙ্কিত মোহনবাগান মিডিয়া সেন্টারের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন আইএম বিজয়ন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement