Advertisement

Mohun Bagan: কলকাতা লিগে নামছে মোহনবাগান, কীভাবে মিলবে টিকিট-দাম কত?

কলকাতা লিগে প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সোমবারই নতুন মরশুমের জন্য মোহনবাগানের লোগো প্রকাশিত হয়েছে। এই লোগো নিয়ে উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা। একে তো এটিকে উঠে গিয়েছে, তার ওপর আবার যোগ হয়েছে প্রতিষ্ঠা সাল। দারুণ খুশি মেরিনার্সরা। তাঁরা যে বুধবার নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ দেখতে ভিড় জমাবেন তা বলাই বাহুল্য।

মোহনবাগান সমর্থক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2023,
  • अपडेटेड 11:42 AM IST
  • প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে নামছে মোহনবাগান
  • কীভাবে কাটবেন টিকিট?

কলকাতা লিগে প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সোমবারই নতুন মরশুমের জন্য মোহনবাগানের লোগো প্রকাশিত হয়েছে। এই লোগো নিয়ে উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা। একে তো এটিকে উঠে গিয়েছে, তার ওপর আবার যোগ হয়েছে প্রতিষ্ঠা সাল। দারুণ খুশি মেরিনার্সরা। তাঁরা যে বুধবার নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ দেখতে ভিড় জমাবেন তা বলাই বাহুল্য।


কীভাবে পাবেন এই ম্যাচের টিকিট?
পাঠচক্র বনাম মোহনবাগান খেলার টিকিট পাওয়া যাচ্ছে নৈহাটি স্টেডিয়াম ও নৈহাটি পৌরসভায়। সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত দেওয়া হবে এই ম্যাচের টিকিট। যার দাম মাত্র ২০টাকা। তবে এই ম্যাচ দেখতে ঢোকার আগে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত খালি হাতে মাঠে প্রবেশ করতে হবে। সিগারেট, বিড়ি, দেশলাই, জলের বোতল, কোন কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা। তবে শুধু মাত্র ছাতা নিয়ে মাঠে ঢোকা যাবে। বিকাল ৩ টের সময় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। খেলা শুরু হবে বিকাল ৩.৩০ মিনিটে। মোহনবাগান ক্লাবের সদস্য কার্ড (2022-23) থাকলে টিকিট লাগবে না। 


গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিলেন, মোহনবাগানের আগে এটিকে নাম উঠে যাচ্ছে। তবে উৎকণ্ঠা ছিল নতুন লোগো নিয়ে। নানা জল্পনাও হয়েছে নতুন মরশুমের লোগো নিয়ে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশিত হল লোগো। এই নতুন লোগো দেখে দারুণ খুশি মোহনবাগান সমর্থকরা। এর আগে এটিকে মোহনবাগানের লোগোয়, প্রতিষ্ঠা সালের উল্ল্যেখ ছিল না। তবে এবার মোহনবাগানের প্রতিষ্ঠা সালকে লোগোতে জায়গা দেওয়া হল। পালতোলা নৌকার মাঝে জ্বল জ্বল করছে ১৮৮৯ সালের উল্ল্যেখ। মোহনবাগানের এই লোগোতে রয়েছে আরপিএসজি গ্রুপের ছোঁয়া।

Advertisement


এই মরশুমেও দারুণ দল গড়েছে মোহনবাগান। সই করে ফেলেছেন বিশ্বকপার জেসন কামিন্স। শুধু কামিন্স নন সবুজ-মেরুনে যোগ দিয়েছেন ইউরো খেলা আর্মান্দো সাদিকু। চোট পাওয়া মোহনবাগান (Mohun Bagan) মিডফিল্ডার জনি কাউকোর (Joni Kauko) জায়গায় সই করেছেন এই ফুটবলার।


যদিও মূল দল এবারের কলকাতা লিগ বা ডুরান্ড কাপে খেলবে না। রিজার্ভ দল খেলবে এই দুই টুর্নামেন্ট। তবে তাতেও উন্মাদনায় ভাটা পড়বে না বলেই মনে করা হচ্ছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement