Advertisement

Mohun Bagan Transfer News: আরও এক বিশ্বকাপার মোহনবাগানে, এবার কে?

এফসি গোয়া (FC Goa) থেকে গোলকিপার ধীরজ সিংকে (Deeraj Singh) সই করাল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ভারতের জার্সিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা এই গোলকিপারকে দলে নিল সবুজ-মেরুন ক্লাব। বিশাল কাইথের ডেপুটি ধীরাজকে দলে নেওয়া হল এক বছরের চুক্তিতে। মণিপুরের ছেলে ধীরাজ শেষ তিন বছর খেলেছেন এফ সি গোয়াতে। ২০২১ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠ গোলকিপার ধীরাজ।  

মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2024,
  • अपडेटेड 4:06 PM IST

এফসি গোয়া (FC Goa) থেকে গোলকিপার ধীরজ সিংকে (Deeraj Singh) সই করাল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ভারতের জার্সিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা এই গোলকিপারকে দলে নিল সবুজ-মেরুন ক্লাব। বিশাল কাইথের ডেপুটি ধীরাজকে দলে নেওয়া হল এক বছরের চুক্তিতে। মণিপুরের ছেলে ধীরাজ শেষ তিন বছর খেলেছেন এফ সি গোয়াতে। ২০২১ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠ গোলকিপার ধীরাজ।  

গোয়ার জার্সিতে ৫৩ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ফেডারেশনের এলিট অ্যাকাডেমীর ছাত্র চব্বিশ বছর বয়সী এই প্রতিশ্রুতিমান গোলকিপার ইন্ডিয়ান অ্যারোজ ছাড়াও খেলেছেন কেরল ব্লাস্টার্স (Kerala Blasters) ও গোয়াতে। কলকাতায় এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সময় সবুজ মেরুন জার্সি পরে খেলার অভিজ্ঞতাও আছে তাঁর। সফল এই গোলকিপারের যোগদানে হোসে মলিনার (Jose Molina) দলের বারপোস্টের নিচের শক্তি বাড়ল। ২৯ জুলাই সকাল নয়টায় ঐতিহাসিক মোহনবাগান দিবসে নতুনভাবে তৈরি মোহনবাগান মাঠে প্রাক-প্রস্তুতি শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্টের। প্রথমদিন থেকেই হোসে মলিনার দলের প্রস্তুতিতে যোগ দেবেন ধীরাজ।

অনেকদিন ধরেই ধীরজের কলকাতায় ফেরার কথা শোনা যাচ্ছিল। আর এবার সেই খবরে শিলমোহর পড়ল। আসলে বিশালের পরিবর্তে সে রকম কোনও বড় মানের গোলকিপার ছিল না মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে। এবারে এএফসি কাপ, সুপার কাপ, আইএসএল ও ডুরান্ড কাপ খেলতে হবে। ফলে প্রচুর ম্যাচ খেলতে হবে। সেই কারণেই সমস্ত পজিশনে একাধিক ফুটবলার না থাকলে সমস্যা হতে পারে। সেই কারণেই ধীরজকে সই করাল মোহনবাগান। যাতে গোলকিপার সমস্যায় মরসুমের মাঝপথে পড়তে না হয়।   

ছয় বিদেশি ফুটবলার ইতিমধ্যেই সই করিয়ে ফেলেছে। যার মধ্যে তিনজন বিশ্বকাপার। জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস আর জেমি ম্যাকলরেনের পর গোলপোস্টের নীচেও আরও একজন বিশ্বকাপার এসে যাওয়ায় আরও শক্তিশালি হল মোহনবাগান সুপার জায়েন্ট তা বলাই যায়। ২৭ জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে খেলতে নামবে মোহনবাগান। কলকাতা লিগে একেবারেই ভাল খেলতে না পারলেও, ফের ডুরান্ড কাপ ও আইএসএল জেতার লক্ষ্যে নামবে তারা।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement