গত মরসুমে আই লিগের সর্বোচ্চ গোল করা লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে (Lalrinzuala Lalbiaknia) সই করানোর পথে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super giant)। তবে মূল দলের জন্য নয়, লালবিয়াকনিয়াকে মোহনবাগান সই করাতে চাইছে রিজার্ভ দলের জন্য। এই দল এ মরসুমে কলকাতা লিগ ও ডুরান্ড কাপে খেলবে। তবে রিজার্ভ দলে ভাল খেললে তাঁর সুযোগ হতে পারে মূল দলেও।
মেডিক্যাল হল লালবিয়াকনিয়ার
আইজল এফসি-র প্রাক্তন এই স্ট্রাইকারের চোট ছিল। আর সেই কারণেই তাঁকে সই করানোর আগে মেডিক্যাল পরীক্ষা করিয়ে নিচ্ছে সবুজ-মেরুন শিবির। সূত্রের খবর, বুধবার তাঁর মেডিক্যাল হয়েছে। সেই পরিক্ষার রিপোর্ট হাতে আর পরেই তাঁকে সই করানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সবুজ-মেরুন কর্তারা। আসলে ফিট ফুটবলার সই করাতে চাইছে মোহনবাগান। কারণ এই মরসুমে প্রচুর ম্যাচ খেলতে হবে তাদের।
তিন বিদেশি সই করাবে মোহনবাগান
মোহনবাগান দলে আরও তিন বিদেশি যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তবে গোটা ব্যাপারটাই স্পেনে থেকে তদারকি করছেন নতুন কোচ মোলিনা। ফলে ট্রান্সফার মার্কেটে অনেক গুজব শোনা গেলেও, তিনি কার কার সঙ্গে কথা বলছেন তা নিয়ে জল্পনা চললেও এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে মিডফিল্ডে কোনও বড় নামের পেছনে ছুটতে নারাজ সবুজ-মেরুন। মিডফিল্ডে ভারতীয়দের উপরেই ভরসা রাখতে চাইছেন মলিনা। সে ক্ষেত্রে জনি কাউকোকে রিলিজ দিয়ে দিতে পারে মোহনবাগান। এমনটা অনেক আগে থেকেই শোনা গেলেও, এবার সেই খবরে শিলমোহর পড়তে পারে।
চলতি মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সরাসরি খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান। তাই গতবারের থেকেও স্কোয়াড শক্তিশালী করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আন্তনিও লোপেজ হাবাস দায়িত্ব ছাড়ার পর কোচ হয়ে এসেছেন মোলিনা। ইতিমধ্যেই মোহনবাগান সই করিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া 'এ' লিগের তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে। শুধু এ লিগে খেলা নয়। ২০২২ বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছেন এই তারকা। দলে দিমিত্রি পেত্রাতোসও থাকছেন। নতুন কোচ হোসে মোলিনার পছন্দমতো নেওয়া হবে অন্তত আরও তিনজন নতুন বিদেশি। লিস্টন, মনবীর, আনোয়ার, আশিক কুরুনিয়ান, সাহালদের সঙ্গেও লম্বা চুক্তি রয়েছে। এর সঙ্গে আপুইয়াকে নিশ্চিত করে প্রায় গোটা ভারতীয় দলকেই তুলে নিল টিম ম্যানেজমেন্ট। আর এতেই ফের ভারতসেরা হওয়ার আশা দেখতে শুরু করে দিয়েছেন মোহনবাগান সমর্থকরা।