আইএসএল-এর প্রথম ডার্বির পর ভাইরাল হয়েছিল বাগুআটির ছোট্ট রাজঋষি। কাকা ইস্টবেঙ্গল সমর্থক হলেও রাজঋষি মোহনবাগানের পাগল ফ্যান। দ্বিতীয় লেগের ডার্বিতে দেখা গেল, কাকা ও ভাইপোর ছোট্ট খুনশুটি। রাজঋষির কাকিমা মৌসুমি তা আপলোড করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।
প্রথম লেগের ডার্বি জয়ের পরে ভাইরাল হওয়া রাজঋষিকে ইতিমধ্যেই মোহনবাগান ক্লাব ঘুরিয়ে দেখিয়েছেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। প্রথমবারের মতো মাঠে গিয়ে খেলাও দেখেছে সে। পেয়েছে দিমিত্রি পেত্রাতোসের জার্সিও। সেই জার্সি পরেই এদিন খেলা দেখতে বসেছিল রাজঋষি। ১২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল ক্লেইটন সিলভার সৌজন্যে পেনাল্টি পেয়ে যায়। সেই সময়ই খুনশুটি শুরু হয় কাকা-ভাইপোর। রাজঋষির দাবি, ওটা কোনওভাবেই পেনাল্টি ছিল না। এরপর বিশাল কাইত সেই পেনাল্টি ডানদিকে ঝাঁপিয়ে সেভ করে দেওয়ার পোর আনন্দে ফেটে পড়ে রাজঋষি।
https://www.facebook.com/reel/434056682614050
শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে মোহনবাগান। ফলে আনন্দে আত্মহারা রাজঋষি। তার থেকেও বড় কথা, ম্যাচের সেরা তার ফেবারিট ফুটবলার পেত্রাতস। গত মরসুমের মতো এই মরসুমেও তিনি দারুণ ছন্দে। রবিবার নিজে পেনাল্টি থেকে গোল করলেন আর করালেন আরও দু'টো গোল। ফলে ম্যাচের সেরা তিনিই। প্রথমার্ধেই উড়ে গেল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই চালালেও এক গোল ছাড়া বিশেষ কিছু করতে পারেনি ইস্টবেঙ্গল। ক্লেইটন সিলভা বারেবারে গোল মিস করেছেন। কখনও তাঁর শট বাঁচিয়েছেন বিশাল নয়ত হেড তালুবন্দি করেছেন।
গোল করে সনি নর্দের মতো স্টেনগান সেলিব্রেশন করতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সকে। যা দেখে আত্মহারা মোহনবাগান ফ্যানরা। শিলিগুড়িতে এমনই ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে সেলিব্রেশনে মেতেছিলেন হাতিশিয়ান ম্যাজেশিয়ান। আর এবার যুবভারতীতে ফের তা করে দেখালেন কামিন্স। এর আগে আই লিগেও ডার্বি জিতে ইস্টবেঙ্গলের জবি জাস্টিনকে এমন সেলিব্রেশন করতে দেখা যায়। কিছুদিন আগেই দিমিত্রি পেত্রাতোস গোল করে তা সনিকে উৎসর্গ করেন। আর এমন সেলিব্রেশন করেন। তবে তা ডার্বি ছিল না। আর এদিন এই ঘটনা হল ডার্বিতে।