Advertisement

Mohun Bagan VS East Bengal: ডার্বিতে অনিশ্চিত ডিফেন্ডার, চিন্তায় হাবাসের মোহনবাগান

রাত পোহালেই ফের ডার্বি (Kolkata Derby)। আইএসএল-এর (ISL) প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) পাবে না ডিফেন্ডার আশিস রাই (Ashish Rai)। এই মরসুমে দুই ডার্বি হেরে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে মোহনবাগান। সুপার কাপের ডার্বিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সবুজ-মেরুনকে।  

মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2024,
  • अपडेटेड 6:30 AM IST
  • ডার্বিতে নেই তারকা ডিফেন্ডার
  • আশিস রাইকে নিয়ে অনিশ্চয়তা

রাত পোহালেই ফের ডার্বি (Kolkata Derby)। আইএসএল-এর (ISL) প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) পাবে না ডিফেন্ডার আশিস রাই (Ashish Rai)। এই মরসুমে দুই ডার্বি হেরে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে মোহনবাগান। সুপার কাপের ডার্বিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সবুজ-মেরুনকে।  

ভারতীয় দল থেকে সাত ফুটবলার ফিরে আসায় শক্তি অনেকটাই বেড়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দলের। আনোয়ার আলি এখনও ফিট হতে পারেননি ফলে এই ম্যাচে তিনি খেলছেন না।  মোহনবাগান দলে নেই লিস্টন কোলাসো। তিনিও কার্ড সমস্যায় দলে নেই। তাঁর জায়গায় দেখা যেতে পারে ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান নাসিরিকে। তিনি সুপার কাপের ডার্বিতে দারুণ ভাল খেলেছিলেন। এছাড়া আন্তোনিও লোপেজ হাবাসের পছন্দের ফুটবলার তিনি। ফলে তাঁকে ডার্বিতে দলে রাখা হতে পারে। মোহনবাগান সুপার কাপে প্রথম দলের নিয়মিত খেলা সাত ভারতীয় ফুটবলারকে ছাড়াই নেমেছিল। তাঁরা সকলেই ফেরত এসেছেন। চোট থাকায় সাহাল আব্দুল সামাদকে হয়ত এই ডার্বিতেও পাওয়া যাবে না। তবে অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলিরা ফিরছেন। দলে থাকবেন ক্যাপ্টেন শুভাশিস বসুও।

এই মরসুমে এখনও অবধি তিনটি ডার্বি খেলা হয়েছে। ডুরান্ড কাপে দুইবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। গ্রুপ পর্বের ম্যাচ জিতলেও হারতে হয় ফাইনালে। আর সুপার কাপে মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইস্টবেঙ্গল। ফলে এই মরসুমে এখনও অবধি ডার্বি লড়াইয়ে এগিয়ে লাল-হলুদ। ফল ২-১। এখান থেকে আইএসএল-এর ডার্বিতে কারা জেতে সেটাই দেখার। সবমিলিয়ে বলা যায়, আইএসএল-এর প্রথম ডার্বি বেশ উপভোগ্য হতে চলেছে। সুপার কাপ জিতে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় পর্ব শুরু করবে লাল-হলুদ।

সুপার কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলকে জেতানোর পেছনে দারুণ ভাবে কাজ করেছিলেন বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী। তিনি এবারের ডার্বিতে নেই। কার্ড সমস্যায় তাঁকে পাওয়া যাবে না। তাঁর জায়গায় হুগো বুমোসকে আটকানোর দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনও খোলসা করেননি ইস্টবেঙ্গল কোচ। পাশাপাশি ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়া যাচ্ছেন বোরহা হেরেরা। তাঁর জায়গায় আসতে চলেছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের। লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে খেলা মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চলছে লাল-হলুদের। তবে এর মধ্যেই ভিক্টর কলকাতায় এসে ডার্বিতে নেমে পড়তে পারবেন কিনা তা জানা যাচ্ছে না। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement