Advertisement

Mohun Bagan vs East Bengal Derby: হকি ডার্বিতে বিশৃঙ্খলা, বিবৃতি জারি করল মোহনাগান

রবিবার হকি ডার্বি (Kolkata Derby) ঘিরে উত্তেজনা ময়দানে। ম্যাচের মাঝেই মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) সমর্থকদের ঝামেলায় পন্ড হল ম্যাচ। এই ম্যচ পন্ড হওয়া নিয়ে রাতে প্রেস বিবৃতি জারি করল মোহনবাগান (Mohun Bagan Club)। তারা এই বিশৃঙ্খলার দায় ইস্টবেঙ্গলের (East Bengal Club) ওপরেই চাপিয়েছে। যদিও ইস্টবেঙ্গল কর্তারা প্ররোচনার অভিযোগ আনছেন সবুজ-মেরুন সমর্থক ও কর্মকর্তাদের ওপর।

দেবব্রত সরকার ও দেবাশিস দত্ত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Feb 2023,
  • अपडेटेड 6:12 AM IST

রবিবার হকি ডার্বি (Kolkata Derby) ঘিরে উত্তেজনা ময়দানে। ম্যাচের মাঝেই মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) সমর্থকদের ঝামেলায় পন্ড হল ম্যাচ। এই ম্যচ পন্ড হওয়া নিয়ে রাতে প্রেস বিবৃতি জারি করল মোহনবাগান (Mohun Bagan Club)। তারা এই বিশৃঙ্খলার দায় ইস্টবেঙ্গলের (East Bengal Club) ওপরেই চাপিয়েছে। যদিও ইস্টবেঙ্গল কর্তারা প্ররোচনার অভিযোগ আনছেন সবুজ-মেরুন সমর্থক ও কর্মকর্তাদের ওপর।

ইস্টবেঙ্গলের অভিযোগ ছিল, মোহনবাগান সমর্থকদের কটুক্তি নিয়ে। যদিও মাঠে দাঁড়িয়ে কার্যত সেই অভিযোগ স্বীকার করে নিয়েছেন  মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। মহামেডান মাঠে দাঁড়িয়ে তিনি বলেন, 'মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে, সেখানে সমর্থকরা গালাগালি দেবে স্বাভাবিক, ইস্টবেঙ্গল কি ভেবেছে? রামায়ণ শোনাবে?'   

আরও পড়ুন: হকি ডার্বিতে উত্তপ্ত ময়দান, মোহন-ইস্ট সমর্থকদের ঝামেলায় রক্তারক্তি-কাণ্ড

মোহনবাগানের তরফ থেকে দাবি করা হয়েছে, 'দল যখন ১-০ ব্যবধানে এগিয়েছিল তখন ইস্টবেঙ্গলের সমর্থকরা মোহনবাগান কর্তাদের উদেশ্যে কটূক্তি করেন। কেউ কেউ নাকি তাদের দিকে চেয়ার ছুড়ে মারতে যান। এরপর সমর্থকদের বের করে দেওয়ার প্রতিবাদেই সচিব দেবাশিস দত্ত ও অন্যান্য ক্লাব অফিশিয়ালরা মাঠ ছেড়ে বেরিয়ে যান। মহামেডান মাঠের বাইরে তাঁরা অপেক্ষা করতে থাকেন।'

পাল্টা সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছে ইস্টবেঙ্গল। ফেসবুক পোস্টে নাম না করে লেখা হয়েছে, 'এরা কারা? ২২ বছর পর হকিতে এসে কলকাতা হকি লিগকে ইচ্ছাকৃতভাবে ভণ্ডুল করে দেওয়ার চক্রান্ত.... ইটের পর ইট... মাথা ফাটিয়ে দিলো সাংবাদিকদের...'

আরও পড়ুন: 'ইওর পারফর্ম দিস হ্যাপেনিং...', বাংলাদেশি রিপোর্টারের প্রশ্নে অবাক নারিনরা 

প্রসঙ্গত, ২২ বছর পর হকিতে দল গড়েছে মোহনবাগান। তাই নাম না করলেও বুঝে নিতে সমস্যা হয় না কাদের দিকে অভিযোগের আঙুল তুলতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। 

Advertisement

দুই দলের সমর্থকদের সরিয়ে দিয়ে খেলা শুরু হলেও ফের মন্দ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। মহামেডান মাঠে বাতিস্তম্ভ বসেছে ঠিকই কিন্তু তার মান যে একেবারেই খারাপ তা আরও একবার প্রমাণিত হল। যথেষ্ট আলো না থাকায় মাঝপথেই বন্ধ করে দিতে হল ম্যাচ। শনিবার ফের ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। তবে তা ফুটবলে। সেই ডার্বির আগে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।
       

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement