Advertisement

Mohun Bagan VS East Bengal: 'মাঠে দেখা যাবে,' ডার্বির আগে হুংকার মোহনবাগান কোচের

এগিয়ে থেকেই ডার্বি ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। সুপার কাপের ডার্বি জিততে পারলেই সেমিফাইনালে যেতে পারবে মোহনবাগান। প্রথমিক ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে লাল-হলুদ। শুক্রবার তাদের পরীক্ষা সবুজ-মেরুনের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে হুঙ্কার দিয়ে রাখলেন মোহনবাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

kolkata derby, East Bengal VS Mohun Bagankolkata derby, East Bengal VS Mohun Bagan
Aajtak Bangla
  • ভুবনেশ্বর,
  • 18 Jan 2024,
  • अपडेटेड 3:58 PM IST
  • ডার্বির আগেই শুরু বাকযুদ্ধ
  • ইস্টবেঙ্গলকে হুঙ্কার মিরান্ডার

এগিয়ে থেকেই ডার্বি ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। সুপার কাপের ডার্বি জিততে পারলেই সেমিফাইনালে যেতে পারবে মোহনবাগান। প্রথমিক ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে লাল-হলুদ। শুক্রবার তাদের পরীক্ষা সবুজ-মেরুনের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে হুঙ্কার দিয়ে রাখলেন মোহনবাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

ডার্বি ম্যাচের আগেই ভুবনেশ্বরে চলে এসেছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে তাঁর কোচ হিসেবে রেজিস্ট্রেশন না হওয়ায় কোচ হিসেবে কাজ করবেন ক্লিফোর্ড মিরান্ডাই। সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগানের কোচ বলেন, 'ইস্টবেঙ্গল কতটা ভালো খেলছে, সেটা মাঠে দেখা যাবে।' ডিফেন্সের ভুলে বারবার গোল খেতে হচ্ছে মোহনবাগানকে। আর এর জেরেই ডার্বির আগে ১ গোলে পিছিয়ে সবুজ-মেরুন। যদিও দলের ডিফেন্সে কোনও সমস্যা আছে বলে মানতে নারাজ মোহনবাগান কোচ।

ক্লিফোর্ড  বলেন, 'অনেকে অনেক কথা বলছে ঠিকই, আমার কিন্তু ডিফেন্স নিয়ে চিন্তা নেই। শুধু ডিফেন্স নিয়ে ভাবতে যাব কেন? ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য নিজেদের পুরোপুরি গুছিয়ে নামতে হবে। ডিফেন্স তার একটা পার্ট। এটুকু বলতে পারি, আমি ডিফেন্সের পারফরম্যান্সে খুশি।' আইএসএল জেতানো কোচ জুয়ান ফেরান্দোর ছাঁটাইয়ের পর দায়িত্ব নেন। তাঁর কোচিং-এও পরপর তিন ম্যাচে হারের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। 

প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে ম্যাচ জিতেছে সবুজ-মেরুন। এরপর হায়দরাবাদের বিরুদ্ধেও ডিফেন্সের ভুলে শুরুতে গোল খেয়ে গিয়েছিল ক্লিফোর্ডের দল। তারপর দিমিত্রি পেত্রাতোসের গোলে জয় পায় মোহনবাগান। ইস্টবেঙ্গলও প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। শুরুতে শ্রীনিধি ডেকান এফসিকে ৩-২ গোলে হারানোর পর, হয়দরাবাদের বিরুদ্ধেও ২-১ গোলে জিতেছে লাল-হলুদ। দুই প্রধানের পয়েন্ট এক হলেও গোল পার্থ্যকের বিচারে এগিয়ে কার্লস কুয়াদ্রাতের দল। এই কারণেই ডার্বি ম্যাচ ড্র করলেই শেষ চারে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।


ড্র যথেষ্ট হলেও, ডার্বি জেতার এমন সুযোগ কোনওভাবেই নষ্ট করতে নারাজ ইস্টবেঙ্গল। কারণ মোহনবাগানের নিয়মিত দলের সাত ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে। একে পিছিয়ে থাকা, তার উপর আবার দলের নিয়মিত ফুটবলাদের না থাকা। সব মিলিয়ে পিছিয়ে থেকে শুরু করছে মোহনবাগান। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement