Advertisement

Mohun Bagan VS FC Goa: ৩ ফুটবলারের লাল কার্ড, গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের দলে কারা?

তিন তারকা ফুটবলারের লাল কার্ড। ফলে শনিবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না লিস্টন কোলাসো, হেক্টর উস্তে ও আশিস রাই। এবারের আইএসএল-এ দুরন্ত ছন্দে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে গোল না খাওয়াই বড় চ্যালেঞ্জ হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) কাছে। তবে এ সব নিয়ে ভাবতে নারাজ সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। তবে তাঁর পক্ষে প্রথম একাদশ বাছা যে সহজ হবে না তা মানছেন প্রায় সকলেই। 

মোহনবাগান দল ও জুয়ান ফেরান্দো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2023,
  • अपडेटेड 10:38 AM IST

তিন তারকা ফুটবলারের লাল কার্ড। ফলে শনিবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না লিস্টন কোলাসো, হেক্টর উস্তে ও আশিস রাই। এবারের আইএসএল-এ দুরন্ত ছন্দে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে গোল না খাওয়াই বড় চ্যালেঞ্জ হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) কাছে। তবে এ সব নিয়ে ভাবতে নারাজ সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। তবে তাঁর পক্ষে প্রথম একাদশ বাছা যে সহজ হবে না তা মানছেন প্রায় সকলেই। 

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন, 'ফুটবলে এমন হয়। তার সমাধানও বের করতে হয়। যাদের হাতে পাব, তাদের নিয়েই দল নামাতে হবে। চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতী আমি নই। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। আমি জানি, শনিবারের ম্যাচের জন্য কাদের পেতে পারি। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করে ঘরের মাঠে খেলতে নামব।’ তবে শুধু কার্ড সমস্যা নয়, মোহনবাগানকে গোটা মরশুমেই ভুগতে হয়েছে চোট-আঘাত সমস্যা নিয়েও। শনিবার রাত আটটায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে মোহনবাগান। এই ম্যাচে সুযোগ পেতে পারেন সুমিত রাঠি ও রবি রানা। 

কিয়ান নাসিরি মনে করেন এফসি গোয়ার রক্ষণে চিড় ধরানো অসম্ভব নয়। কিয়ান বলেন, ‘আমাদের আক্রমণ বিভাগে যথেষ্ট শক্তি রয়েছে। আমাদের ডিফেন্ডার, মিডফিল্ডাররাও গোল করছে। গোল করার ক্ষেত্রে আমাদের কোনও সমস্যা নেই। গোয়া অপরাজিত আছে ঠিকই। ওদের রক্ষণ খুবই ভালো। কিন্তু আমাদের সেরাটা দিতে হবে। ওদের রক্ষণ তো আর একজনের (ঝিঙ্গন) ওপর নির্ভর করে না। কেন আমরা ওদের রক্ষণের বাধা ভাঙতে পারব না, তার কারণ দেখতে পাচ্ছি না।’

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসের দিকে দেখলে দেখা যাবে, গত তিন মরশুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট ছ’বার। তার মধ্যে মাত্র একবার এফসি গোয়া হারাতে পেরেছে মোহনবাগানকে। চারবার জিতেছে মোহনবাগান এবং দু’টি ম্যাচে ড্র হয়েছে। গত মরশুমে শেষবার মুখোমুখিতে ২-১-এ জিতে ছিল মোহনবাগান। এবারও সেই রেকর্ড ধরে রাখতে মরিয়া ফেরান্দোর ছেলেরা।

Advertisement

কেমন হতে পারে মোহনবাগানের দল- বিশাল কাইথ (গোলরক্ষক), লালরিনলিয়ানা হানামতে, ব্রেন্ডন হ্যামিল, সুমিত রাঠি, শুভাশিস বসু, দীপক ট্যাংরি, অনিরুদ্ধ থাপা, মানভীর সিং, হুগো বউমাস, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement