Advertisement

Mohun Bagan VS Kerala Blasters: মোহনবাগান শীর্ষে যেতে পারবে? হাবাসকে ভাবাচ্ছে দুটি বিষয়

ডার্বির পর এবার অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। লিগ টেবিলের শীর্ষে টিকে থাকার লড়াইয়ে দুই দল। আন্তোনিও লোপেজ হাবাসের দলের লক্ষ্য এবার লিগ শিল্ড জেতা। লড়াইয়ে সবুজ-মেরুনের সঙ্গে রয়েছে ওড়িশা এফসি ও মুম্বই সিটি এফসি। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে মুম্বই সিটি এফসি। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোহনবাগান। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ওড়িশা এফসি। 

মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগান সুপার জায়েন্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2024,
  • अपडेटेड 4:40 PM IST
  • আজ কেরলের বিরুদ্ধে নামছে মোহনবাগান
  • শীর্ষে উঠতে জিততে হবে

ডার্বির পর এবার অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। লিগ টেবিলের শীর্ষে টিকে থাকার লড়াইয়ে দুই দল। আন্তোনিও লোপেজ হাবাসের দলের লক্ষ্য এবার লিগ শিল্ড জেতা। লড়াইয়ে সবুজ-মেরুনের সঙ্গে রয়েছে ওড়িশা এফসি ও মুম্বই সিটি এফসি। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে মুম্বই সিটি এফসি। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোহনবাগান। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ওড়িশা এফসি। 

অর্থাৎ আজকের ম্যাচ জিততে পারলে এক ম্যাচ বাকি থাকতেই মুম্বইকে ছুঁয়ে ফেলবে হাবাসের দল। গোল পার্থক্যের বিচারে মুম্বই কিছুটা এগিয়ে গেলেও, আজকের ম্যাচে ২ গোলের ব্যবধানে জিততে পারলে মুম্বইকে গোলের নিরিখেও ছুঁয়ে ফেলবেন শুভাশিস বসুরা। তবে মোহনবাগানের সামনে এখন বড় চ্যালেঞ্জ তাদের দলের প্রাক্তন ফুটবলার প্রবীর দাস ও প্রীতম কোটাল। হাবাসের কোচিং-এ দীর্ঘদিন খেলেছেন তাঁরা। ডার্বি ম্যাচে ৩-১ গোলে জয়, নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়বে মোহনবাগানের। লিগ শিল্ড জিততে বাকি তিন ম্যাচ জিততে হবে। 

আইএসএল-এর লিগ টেবিল

কবে কখন দেখবেন ম্যাচ?
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স। জিও সিনেমায় ফ্রি স্ট্রিমিং দেখান হবে। ফলে জিও ব্যবহারকারীরা ফ্রিতেই দেখতে পারবেন এই ম্যাচ। পাশাপাশি স্পোর্টস ১৮ চ্যানেলেও দেখা যাবে এই ম্যাচ। টানা ম্যাচ হওয়ায় একাদশে কিছু বদল আনতে পারেন হাবাস। সকলকে ফিট রাখাও যে প্রয়োজন। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, 'কোচির মাঠে সব সময় চিৎকার হয়। এত দর্শকের মাঝে খেলা তো ভাল। এক হাজার লোকের বদলে দর্শক ভর্তি গ্যালারির সামনে খেলতে ভাল লাগে। দর্শকদের এই চিৎকার থেকেই আমাদের ফুটবলারদের উজ্জীবিত হতে হবে। দলের সব ফুটবলার পেশাদার। কী ভাবে নিজেদের উজ্জীবিত করতে হয় সেটা ওরা জানে। দর্শক ভর্তি গ্যালারি সেই কাজে আমাদের সাহায্য করবে।' 

Advertisement

প্রথম লেগের ম্যাচে কেরলের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান। পিছিয়ে থেকেও ঘরের মাঠে এফসি গোয়াকে হারিয়ে চমকে দিয়েছে কেরল। ফলে ডার্বি জিতলেও এই ম্যাচ যে সহজ হবে না তা ভালভাবেই জানেন হাবাস।             

Read more!
Advertisement
Advertisement