Advertisement

Mohun Bagan vs Mumbai City FC: ফাইনালে তারকা ফুটবলারকে ছাড়া নামতে হবে মুম্বইকে, অ্যাডভান্টেজ মোহনবাগান

শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। আইএসএল (ISL 2024) শিল্ড দখলের লড়াইয়েও এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়। সেই ম্যাচে বাজিমাত করেছিল আন্তেনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। এবার ফাইনালের লড়াই ফের মুখোমুখি  দুই দল। মরসুমের শেষ ম্যাচের আগে তাই ক্লোজড ডোর অনুশীলনের মাঝেও চিন্তায় রাখছে দলের স্ট্রাইকারের না থাকা। 

মোহনবাগান ও মুম্বই সিটি এফসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2024,
  • अपडेटेड 12:45 PM IST

শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। আইএসএল (ISL 2024) শিল্ড দখলের লড়াইয়েও এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়। সেই ম্যাচে বাজিমাত করেছিল আন্তেনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। এবার ফাইনালের লড়াই ফের মুখোমুখি  দুই দল। মরসুমের শেষ ম্যাচের আগে তাই ক্লোজড ডোর অনুশীলনের মাঝেও চিন্তায় রাখছে দলের স্ট্রাইকারের না থাকা। 

মোহনবাগান দলে ধাক্কা
কার্ড সমস্যায়  এই ম্যাচে হাবাস পাবেন না আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku)। একই কারণে মুম্বই সিটি এফসি পাবে না ভ্যান নিফকে (Yoell van Nieff)। যদিও খেতাবী লড়াইয়ের  আগে দুই দলই না পাওয়ার তালিকায় চোখ রাখতে নারাজ। মোহনবাগান সুপারজায়ান্ট পরপর দু'বছর আইএসএল চ্যাম্পিয়ন হতে মরিয়া। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার বছরে আইএসএল খেতাব জয়ের নজির মুম্বই সিটি এফসির রয়েছে। সেই কীর্তি সবুজ-মেরুন স্পর্শ করতে মরিয়া।

ত্রিমুকুট জয়ের চ্যালেঞ্জ মোহনবাগানে সামনে 
ডুরান্ড কাপ, আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে ত্রিমুকুট জয়ের হাতছানি  সবুজ মেরুনের সামনে। সাদিকুকে পাওয়া যাবে না, তাই স্বপ্নপূরনে মোহনবাগানের ভরসা জেসন কামিন্স। তাঁর সঙ্গে দুই প্রান্ত ধরে মনবীর সিং,লিস্টন কোলাসোর দৌড় সমস্যায় ফেলতে পারে মুম্বই ডিফেন্ডারদের। পাশাপাশি মাঝমাঠে জনি কাউকো,সাহাল আব্দুল সামাদ এবং আশিস রাইদের বদলে যাওয়া মানসিকতা অক্সিজেন জোগাচ্ছে এই লড়াইয়ে। হার না মানা মনোভাবের পাশাপাশি হাবাসের স্ট্র্যাটেজি, এই দুইয়ের জোড়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন মেরিনার্সরা। 

কোন স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে চাইছে মোহনবাগান?
প্র্যাকটিসে সেটপিস এবং পজেশনিং ফুটবলের ওপর জোর দেওয়া হচ্ছে মোহনবাগানের অনুশীলনে। প্র্যাক্টিসে দরজা বন্ধ থাকলেও সূত্রের খবর এমনটাই। ভয়ঙ্কর হয়ে ওঠা ছাংতে এবং বিপিন সিংয়ের দৌড় আটকাতে শুভাশিস বসুকেও বাড়তি সতর্ক থাকার নিদেশ দিয়েছেন মোহনবাগানের হেডস্যার।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement