Advertisement

Mohun Bagan vs Odisha FC: মোহনবাগানে বড় বদল, গ্রেগ স্টুয়ার্টের জায়গায় কে?

ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারছেন না গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)। তাঁর জায়গায় কে খেলবেন? লিগ টেবিলের দুই নম্বরে থাকা মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) কোচ হোসে মোলিনার (Jose Molina) কপালে চিন্তার ভাঁজ। তবে শোনা যাচ্ছে, স্টুয়ার্টের জায়গায় স্ট্রাইকার হিসেবে ফিরতে পারেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। নিয়মিত প্রথম দলে খেললেও মূলত প্লে মেকারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে এবার ফের স্ট্রাইকার হিসেবে খেলবেন তিনি।

mohun baganmohun bagan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 1:58 PM IST

ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারছেন না গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)। তাঁর জায়গায় কে খেলবেন? লিগ টেবিলের দুই নম্বরে থাকা মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) কোচ হোসে মোলিনার (Jose Molina) কপালে চিন্তার ভাঁজ। তবে শোনা যাচ্ছে, স্টুয়ার্টের জায়গায় স্ট্রাইকার হিসেবে ফিরতে পারেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। নিয়মিত প্রথম দলে খেললেও মূলত প্লে মেকারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে এবার ফের স্ট্রাইকার হিসেবে খেলবেন তিনি।

স্টুয়ার্ট কী নামতে পারবেন?
রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের আগে সবুজ-মেরুন সমর্থকদের চিন্তায় রাখবে মাঝমাঠের প্রাণভ্রমরা গ্রেগ স্টুয়ার্টের অনুশীলন না করা। শুক্রবার থেকে অনুশীলন করার কথা থাকলেও শারীরিক কসরতের পরে সাইডলাইনে রিহ‌্যাব করেন স্কটিশ তারকা। ফিজিয়োর সঙ্গে অনেকটা সময় কাটালেন। হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি আপুইয়া রালতে। ওড়িশা ম‌্যাচে হয়তো ফিরতে পারেন। দীপক টাংরির (Deepak Tangri) জায়গায় শুরু করবেন এই ভারতীয় দলের তারকা।
খোশ মেজাজে মোলিনা
গত তিন ম‌্যাচে মোহনবাগানের রক্ষণ একটিও গোল না খাওয়ায় ফুরফুরে মেজাজেই রয়েছেন মোলিনা। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, গ্রেগের পরিবর্ত হিসেবে ইতিমধ‌্যেই দিমিত্রি পেত্রাতসকে তৈরি রাখা হয়েছে। তাই গ্রেগকে নিয়ে অযথা ঝুঁকি নেওয়া হবে না। হয়তো পরিবর্ত হিসেবে নামতে পারেন তিনি।    

রবিবারের ম্যাচ জিততে পারলে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ছুঁয়ে ফেলবে মোহনবাগান। দুই দলই পৌঁছে জাবে ১৬ পয়েন্টে। আর রয় কৃষ্ণাদের তিন গোলে হারাতে পারলে সবুজ-মেরুন পৌঁছে যাবে শীর্ষে। সাত ম্যাচে আট পয়েন্ট পাওয়া ওড়িশার অবস্থা বেশ নড়বড়ে। তারা রয়েছে ৯ নম্বরে। পাশাপাশি ওড়িশার বিরুদ্ধে দারুণ রেকর্ড মোহনবাগানের। সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৬ বার জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। আর ২ বার জিতেছে ওড়িশা এফসি। গত মরসুমে শেষবার ওড়িশাকে ২ গোলে হারিয়েছে মোহনবাগান।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement