বয়সটা তাঁর কাছে সত্যি সংখ্যা মাত্র। ৪০ বছর বয়সেও যে ভাবে আইপিএল-এ দাপিয়ে খেলছেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ক্যাপ্টেন। তবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচে একেবারে অন্য ভাবে দেখা গেল ধোনিকে (Mahendra Singh Dhoni)। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ব্যাট কামরাচ্ছেন মাহি। ভক্তরা প্রশ্ন করতে থাকেন, এটা ধোনি কী করছেন? স্বাভাবিক ভাবেই এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি চেন্নাই সুপার কিংস অধিনায়কের থেকে।
তবে ধোনি উত্তর না দিলেও তাঁর প্রাক্তন সতীর্থ অমিত মিশ্র এর উত্তর দিয়েছেন। টুইট করে তিনি লেখেন, 'আপনি ভাবতেই পারেন, কেন ধোনি ওর ব্যাট খাচ্ছে আসলে ধোনি ওর ব্যাট থেকে টেপ বের করছে। ধোনি তার ব্যাট পরিষ্কার রাখতে পছন্দ করে। ওর ব্যাট থেকে একটা সুতোও বেরিয়ে থাকতে দেখা যায় না।''
এবার আইপিএল খেলছেন না অমিত মিশ্র। মেগা নিলামে তাঁকে কেউ কেনেনি। যাইহোক, তিনি দিল্লি দলের মালিক পার্থ জিন্দালকে বলেছিলেন যে তিনি দলে যে কোনও ভূমিকায় থাকতে রাজি রয়েছেন। আইপিএল না খেলার কারণে এই সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অমিত মিশ্র।
আরও পড়ুন: T20 ক্রিকেটে ২০০ ক্যাচ ধোনির, বাকিরা কে কোথায়?
আরও পড়ুন: সোমবার প্র্যাক্টিস শুরু করছে অভিষেকের ক্লাব DHFC, দলে তীর্থঙ্কররা
৩৪৭ টি-টোয়েন্টি ম্যাচে ধোনি ২০০টি ক্যাচ নিয়েছেন
দিল্লি দলের বিরুদ্ধে ম্যাচে ধোনি দুটি ক্যাচ নেন। তিনি প্রথমে রোভম্যান পাওয়েলকে আউট করেন। এরপর শার্দুল ঠাকুরের ক্যাচ নেন ধোনি। এর সঙ্গে সঙ্গেই, তিনি উইকেটরক্ষক হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যাচের ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেন। এখনও অবধি ধোনি ৩৪৭ টি-টোয়েন্টি ম্যাচে ধোনি ২০০টি ক্যাচ নিয়েছেন। ধোনি এই সমস্ত ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়া, চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে।