Advertisement

MS Dhoni, Gary Kirsten: এক ফ্রেমে ধোনি-কার্স্টেন, ফিরল ২০১১ বিশ্বকাপ জয়ের স্মৃতি

ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন তাদের বাসের দিকে যাচ্ছিল, সেই সময় দুজনের দেখা হয়। ছবিতে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), গ্যারি কার্স্টেন এবং হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেখা যায়। এই ছবিটি ঐতিহাসিক, কারণ এটি ছিল মহেন্দ্র সিং ধোনি এবং গ্যারি কার্স্টেনের জুটি যা ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল। 

মহেন্দ্র সিং ধোনি ও গ্যারি কার্স্টেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2022,
  • अपडेटेड 6:30 PM IST
  • ভাইরাল সেই ছবি
  • ম্যাচ শেষে একসঙ্গে সেই জুটি

চেন্নাই সুপার কিংস (CSK) এবং গুজরাত টাইটান্স (GT) রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এ প্রতিদ্বন্দ্বিতা করেছে। গুজরাত টাইটানস এই ম্যাচে জিতে তাদের জায়গা নিশ্চিত করেছে। ম্যাচের পর একটি ছবি ভাইরাল হয়েছে, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। এই ছবিটি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)  এবং গুজরাত টাইটান্সের মেন্টর গ্যারি কার্স্টেনের।  

ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন তাদের বাসের দিকে যাচ্ছিল, সেই সময় দুজনের দেখা হয়। ছবিতে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), গ্যারি কার্স্টেন এবং হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেখা যায়। এই ছবিটি ঐতিহাসিক, কারণ এটি ছিল মহেন্দ্র সিং ধোনি এবং গ্যারি কার্স্টেনের জুটি যা ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল। 

সেই সময় মহেন্দ্র সিং ধোনি ছিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক এবং গ্যারি কার্স্টেন ছিলেন ভারতের প্রধান কোচ। দুজনেই প্রায় তিন বছর ধরে টিম ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন তিনি। ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে এক দশকেরও বেশি সময় আগে। কিন্তু তার স্মৃতি এখনও তাজা। এই কারণেই এই ছবি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ছবিটি মানুষের নজর কেড়েছে।

চেন্নাই সুপার কিংস এবার খুব খারাপ পারফরম্যান্স করেছে এবং দলটি প্লে অফের দৌড় থেকে বাদ পড়েছে।  যেখানে গুজরাত টাইটানস, যারা প্রথমবার আইপিএল খেলছে, প্লে অফে পৌঁছানোর প্রথম দল হয়েছে। গুজরাতও টপ-২-এ নিজেদের জয় নিশ্চিত করেছে, তাই ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে। 

আরও পড়ুন:রিয়ান পরাগের উপর হঠাৎ ক্ষুব্ধ নেটিজেনরা

আরও পড়ুন: যেন ফের ৮৩'র বিশ্বকাপ! থমাস কাপ নিয়ে আপ্লুত প্রকাশ পাডুকোন

১৩ ম্যাচে ১০টি তে জয় আর মাত্র ৩টিতে হার। প্রথম বার আইপিএল-এ খেলতে নেমে সকলকেই চমকে দিয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত। তবে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে সফল দুই দলই ব্যর্থ। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস প্লে অফে যেতে পারেনি। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট  রাইডার্সও দাঁড়িয়ে খাদের কিনারায়। ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement