Advertisement

MS Dhoni Retirement: এ বছর IPL-কেও বিদায় জানাচ্ছেন? ধোনি বলছেন...

মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই। আইপিএল-এ তবুও দেখা যাচ্ছে ধোনি ম্যাজিক। এই বয়সেও দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করেছেন। অনেকেই মনে করেছিলেন ২০২৩ আইপিএল-এর পরেই হয়ত সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন ধোনি। তবে তা হয়নি। এর মধ্যে নিজেই অবসরের জল্পনা উস্কে দিলেন মাহি।

মহেন্দ্র সিং ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2023,
  • अपडेटेड 10:44 AM IST

মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই। আইপিএল-এ তবুও দেখা যাচ্ছে ধোনি ম্যাজিক। এই বয়সেও দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করেছেন। অনেকেই মনে করেছিলেন ২০২৩ আইপিএল-এর পরেই হয়ত সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন ধোনি। তবে তা হয়নি। এর মধ্যে নিজেই অবসরের জল্পনা উস্কে দিলেন মাহি।

কী বলেছেন ধোনি?
২০২৩ আইপিএল-এর ফাইনালের পরেই ধোনিকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। হাঁটুতে অস্ত্রোপচার হয় তাঁর। তবে ধোনির দাবি তিনি সুস্থ হয়ে উঠছেন। ফলে বোঝাই যাচ্ছে, ৪১ বছর বয়সেও ধোনি মাঠে নামতে প্রস্তুত। আইপিএল-এর মঞ্চ কাঁপাতে তৈরি হচ্ছেন মাহি। চোটের প্রসঙ্গ উঠতেই ধোনি জানিয়ে দিয়েছেন, 'হাঁটুর চোট আসতে আসতে সেরে উঠছে। ডাক্তাররা আমায় বলেছেন, নভেম্বর মাসের পর থেকে অনেকটাই ঠিক হয়ে যাবে। অপারেশনের পর এখন রিহ্যাব করছি।' ২০২৩ সালে পঞ্চমবার আইপিএল খেতাব জিতেছেন ধোনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জিতেছিল ধোনির চেন্নাই।

সকলেই যখন ধরে নিয়েছিলেন, এটাই ধোনির শেষ আইপিএল ঠিক তখনই সকলকে চমকে দিয়ে মাহি বলেন, আরও একটা বছর খেলতে চান। গত মরশুমে চিপক তো বটেই, গোটা ভারতের যে সমস্ত জায়গায় ধোনি খেলতে গিয়েছেন, সমস্ত জায়গাতেই হলুদ ঝড় দেখা গিয়েছে স্টেডিয়াম জুড়ে। যতবার ব্যাট করতে নেমেছেন, ততবার 'ধোনি, ধোনি' চিৎকারে ফেটে পড়েছে গ্যালারি। সেই সমর্থকদের সম্মান জানাতেই আরও একটা বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমএসডি।      

ফাইনাল ম্যাচের শেষে ধোনি বলেন, 'এটাই হয়ত আমার অবসর নেওয়ার শ্রেষ্ঠ সময়। কিন্তু যে পরিমাণ ভালবাসা চেন্নাই সুপার কিংস সমর্থকরা আমাকে দিয়েছেন, তার জন্য আরও একটা মরশুম খেলতে চাই। এটা আমার তরফ থেকে উপহার।' ফ্যানদের উপহার দিতে অপারেশন পর্যন্ত করিয়ে নিয়েছেন ধোনি। শুধু তাই নয়, রিহ্যাব করে আবার মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement