Advertisement

MS Dhoni: 'নতুন ভূমিকায়' ধোনির পোস্টে জল্পনা, তবে কি CSK-এর মেন্টর হচ্ছেন বিশ্বকাপজয়ী?

এবারের আইপিএল-এ (IPL 2024) হয়ত শেষবার খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। ২২ মার্চ থেকে শুরু হতে চলা কোটি টাকার এই লিগের জন্য প্রস্তুতি শিবিরও শুরু করে দিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে এখনও সেই শিবিরে দেখা যায়নি মাহিকে। তিনি আনন্ত আম্বানির প্রি ওয়েডিং-এ জামনগরে গিয়েছিলেন। সেখান থেকেই ফেসবুকে পোস্ট করেন ধোনি। তাঁর পোস্টে তিনি জানান, 'নতুন সিজন এবং নতুন 'ভূমিকার' জন্য অপেক্ষা করতে পারছি না। সঙ্গেই থাকুন!'

আইপিএল 2024-এ এমএস ধোনি নতুন ভূমিকাআইপিএল 2024-এ এমএস ধোনি নতুন ভূমিকা
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 04 Mar 2024,
  • अपडेटेड 6:31 PM IST
  • CSK-র মেন্টর হচ্ছেন ধোনি
  • ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল

এবারের আইপিএল-এ (IPL 2024) হয়ত শেষবার খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। ২২ মার্চ থেকে শুরু হতে চলা কোটি টাকার এই লিগের জন্য প্রস্তুতি শিবিরও শুরু করে দিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে এখনও সেই শিবিরে দেখা যায়নি মাহিকে। তিনি আনন্ত আম্বানির প্রি ওয়েডিং-এ জামনগরে গিয়েছিলেন। সেখান থেকেই ফেসবুকে পোস্ট করেন ধোনি। তাঁর পোস্টে তিনি জানান, 'নতুন সিজন এবং নতুন 'ভূমিকার' জন্য অপেক্ষা করতে পারছি না। সঙ্গেই থাকুন!'

নতুন কোন ভূমিকায় দেখা যাবে ধোনিকে? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, এর পর আর তাঁকে ব্যাট হাতে দেখা যাবে না। উইকেট কিপারের গ্লাভসও হয়ত তুলে রাখবেন সযত্নে। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির যা সম্পর্ক, তাতে খেলা ছাড়ার পরেই যে তিনি সিএসকে ছেড়ে যাবেন এমনটা হওয়ার সম্ভাবনা বেশ কম। ফলে তাঁকে মেন্টর হিসেবে কি দেখা যাবে এই মরসুমে? সে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। এর আগে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করেছেন ধোনি। সেবার ভারতীয় দল জিততে না পারলেও, তাঁর নেতৃত্বেই ২০০৭ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল।

 

গত বছরেই মনে করা হয়েছিল, এই মরসুমে তিনি হয়ত আর খেলবেন না। তবে ফ্যানদের আবেগ দেখে তিনি আরও এক বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েই তাঁকে ছুটতে হয়েছিল হাসপাতালে। হাঁটুর অপারেশন করাতে। ফলে এই মরসুমে তিনি কতটা ফিট থাকেন সেদিকেও নজর থাকবে ক্রিকেট ফ্যানদের। ধোনি ভক্তদের আশা, শেষ আইপিএল মরসুমেও কাপ জিতেই মাঠ ছাড়বেন মাহি।

গত মরসুমেও দারুণ খেলে ট্রফি জিতেছে সিএসকে। তবে এবারে মরসুমের শুরুতেই ছিটকে গিয়েছেন ডেভন কনওয়ে। আট সপ্তাহের জন্য খেলতে পাবেন না তিনি। ফলে বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে চেন্নাইয়ের কাছে।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement