Advertisement

MS Dhoni: IPL নিলামের আগে নতুন লুকে ধোনি, এবারেও খেলবেন 'আনক্যাপড' মাহি?

মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) বিরাট ফ্যান ফলোয়ারের কারণ শুধুই তাঁর ক্রিকেট মাঠের সাফল্যের কারণে নয়, তাঁর স্টাইলও এ ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ জেতার সময় তাঁর লম্বা চুল হোক বা গতবারের আইপিএল-এর (IPL) আগে তাঁর লুক। সবটাই চর্চায় থেকেছে। সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে অথবা পাড়ার আড্ডায়। ২০২৫-এর আইপিএল (IPL 2025) শুরু হওয়ার আগে হবে মেগা নিলাম। তার আগেই ফের নতুন লুকে মাহি। 

MS DhoniMS Dhoni
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2024,
  • अपडेटेड 10:50 AM IST

মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) বিরাট ফ্যান ফলোয়ারের কারণ শুধুই তাঁর ক্রিকেট মাঠের সাফল্যের কারণে নয়, তাঁর স্টাইলও এ ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ জেতার সময় তাঁর লম্বা চুল হোক বা গতবারের আইপিএল-এর (IPL) আগে তাঁর লুক। সবটাই চর্চায় থেকেছে। সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে অথবা পাড়ার আড্ডায়। ২০২৫-এর আইপিএল (IPL 2025) শুরু হওয়ার আগে হবে মেগা নিলাম। তার আগেই ফের নতুন লুকে মাহি। 

নতুন লুকে ধোনি
আলিম হাকিম ধোনির এই লুক দিয়েছেন, মাহির এই নতুন স্টাইল করেছেন। ধোনির এই রেট্রো স্টাইলও সবাই পছন্দ করেছে। এমএস ধোনির নতুন ছবি ইন্টারনেট দুনিয়ায় সুপার ভাইরাল হচ্ছে। সময়ে সময়ে মাহির নতুন চুল কাটার ছবি দেখতে পাওয়া যায়। এর আগেও নিজের নতুন স্টাইল দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ছবিতে মাহিকে এই ছবিতে নতুন লুকে দেখা যাচ্ছে, সেখানে তিনি দারুণ হেয়ারকাট করিয়েছেন। ধোনি আবার চুল ছোট করে ফেললেন, এবার একদিকে চুল রেখেছেন। অনেকেই এবার মাহির নতুন লুককে কপি করার চেষ্টা করবেন। 

পরের মরসুমেও খেলবেন ধোনি?
বড় প্রশ্ন হল, তিনি কি ২০২৫-এর আইপিএল-এও খেলবেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super KIngs) হয়ে? এমএস ধোনি পরের বছর অর্থাৎ আইপিএল ২০২৫-এ খেলবেন কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে ভক্তরা এই প্রশ্নের উত্তর জানতে খুব উত্তেজিত এবং এখন লিগের নতুন ধরে রাখার নিয়মও বেরিয়ে এসেছে। তবে তার আগে নতুন স্টাইল দিয়ে ধোনি বুঝিয়ে দিলেন তিনি এখনও অনেককেই টেক্কা দিতে পারবেন। 

আরও পড়ুন

বড় সিদ্ধান্ত নিতে চলেছে চেন্নাই
রিপোর্টে বলা হচ্ছে ধোনি শীঘ্রই সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করতে পারেন। এবং এই সময়ে তাঁর আইপিএল ২০২৫-এ খেলার বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তারপরেই জানা যাবে ধোনির ভবিষ্যত পরিকল্পনা।    

Advertisement
Read more!
Advertisement
Advertisement