Advertisement

Neeraj Chopra : তুঙ্গে নীরজ চোপড়ার ব্র্যান্ড ভ্যালু, জানেন মোট সম্পত্তি কত?

টোকিও অলিম্পিকে সোনা জেতার পর থেকে পুরষ্কার জিতেই চলেছেন নীরজ চোপড়া। একটি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে নীরজের মোট সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩১.৯৩ কোটি টাকা। আগামিদিনে যে এই সম্পত্তির পরিমান বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। আসন্ন কমনওয়েলথ গেমসেও নীরজের পদক জেতার সম্ভাবনা রয়েছে।

নীরজ চোপড়া
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Jul 2022,
  • अपडेटेड 6:34 PM IST
  • জিতেই চলেছেন নীরজ
  • তারকার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে
  • বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর আয় খেলোয়াড়ের

বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করেছেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। রবিবার ফাইনাল ম্যাচে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপোর পদক জিতেছেন নীরজ। নীরজই প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট যিনি এই টুর্নামেন্টে পদক জিতলেন। এছাড়াও, নীরজ দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় যিনি সামগ্রিকভাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। এর আগে, অঞ্জু ববি জর্জ ২০০৩ সালে লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

নীরজের মোট সম্পদ
টোকিও অলিম্পিকে সোনা জেতার পর থেকে পুরষ্কার জিতেই চলেছেন নীরজ চোপড়া। একটি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে নীরজের মোট সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩১.৯৩ কোটি টাকা। আগামিদিনে যে এই সম্পত্তির পরিমান বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। আসন্ন কমনওয়েলথ গেমসেও নীরজের পদক জেতার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপনের দুনিয়ায় তারকা
গত বছর অলিম্পিকে সোনা জেতার পর, নীরজ বিজ্ঞাপন জগতে তারকা হয়ে উঠেছেন এবং তাঁর ব্র্যান্ডের মান ১০০ শতাংশেরও বেশি বেড়েছে। অলিম্পিকে স্বর্ণপদক জেতার আগেও নীরজ নাইকি, স্পোর্টস ড্রিঙ্ক ব্র্যান্ড গেটোরেড, এক্সনমোবিলের মতো ব্র্যান্ডের প্রচার করেছেন। আর গত বছর সোনা জেতার পরে, টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্সের মতো সংস্থাও নীরজ চোপড়াকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করে। এর পাশাপাশি ক্রেডিট কার্ড অ্যাপ ক্রেডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। নীরজ এখন বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর আয় করছেন।

২০১৬ সালে লাইমলাইটে আসেন নীরজ
হরিয়ানার পানিপত জেলার নীরজ চোপড়া ২০১৬ সালে পোল্যান্ডে IAAF U-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬.৪৮ মিটারের রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের মাধ্যমে সোনা জিতে প্রথম প্রচারের আলোয় আসেন। ওই বছরই, নীরজ সাউথ এশিয়ান গেমসে ৮২.২৩ মিটার থ্রো করে আরও একটি স্বর্ণপদক জেতেন। এর পরে, ২০১৭ সালে ৮৫.২৩ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক জেতেন নীরজ। ২০১৮ সালের এশিয়ান এবং কমনওয়েলথ গেমসেও তিনি পদক পান।

Advertisement

টোকিওতে স্মরণীয় পারফরম্যান্স
এরপর আসে টোকিও অলিম্পিক। সেই প্রতিযোগিতায় সোনা জেতেন নীরজ চোপড়া। ফাইনাল ম্যাচে নীরজ চোপড়া দ্বিতীয় থ্রোয়িংয়ে ৮৭.৫৮ মিটার বর্শা ছুঁড়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। নীরজই হল অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী দ্বিতীয় ক্রীড়াবীদ। 

আরও পড়ুনপরপর ৫ বার যমজ সন্তানের জন্ম দিলেন মহিলা, রাগে বাড়ি ছাড়লেন স্বামী

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement