২০১৪ সালে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এক বোলারকে প্রথম দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। ৪১ বছর বয়সে আইপিএল-এর (IPL) মঞ্চে বল করতে দেখা গিয়েছিল প্রবীন তাম্বেকে (Pravin Tambe)। প্রথম শ্রেণীর ক্রিকেটে না খেলেও সরাসরি আইপিএল-এ খেলতে দেখা যায় এই মুম্বইয়ের ক্রিকেটারকে। এবার তাঁকে নিয়েই হচ্ছে বায়োপিক। অভিনয়ে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পরিচালক নীরজ পাণ্ডে। এর আগে তিনিই তৈরি করেছিলেন 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি। এবার ছবির নাম 'কৌন প্রবীণ তাম্বে'। প্রধান চরিত্রে শ্রেয়স তলপড়ে।
এর আগেও 'ইকবাল' ছবিতে তাঁকে ক্রিকেটারের ভূমিকায় দেখা গিয়েছে। তবে তা ছিল কাল্পনিক চরিত্র। এবার একেবারে রিয়েল চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন প্রবীন। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন প্রবীন।
এই চরিত্রে অভিনয় করতে পেরে খুশি শ্রেয়স। তিনি বলেন, ''পর্দায় প্রবীন তাম্বের মত একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে পারা আমার কাছে সৌভাগ্যের। ছবির প্রত্যেক মুহূর্ত আমি উপভোগ করেছি। ভালবেসেছি।''
রাহুল দ্রাবিড় একবার প্রবীনের কথা বলেছিলেন একটি অনুষ্ঠানে এসে। তাঁর অদম্য জেদের কথা সকলে জানতে পেরেছিল। সেই ভিডিও রয়েছে এই ওয়েব সিরিজে। সেই দৃশ্য দিয়েই শুরু হচ্ছে ছবির ট্রেলার।
আরও পড়ুন: ৫ অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, শ্রীশান্ত মানেই যেন বিতর্ক
আরও পড়ুন: Audi-BMW... লাক্সারি গাড়ির লাইন KKR ক্যাপ্টেন শ্রেয়সের গ্যারেজে
১ এপ্রিল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কেও। সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বৃহস্পতিবার এই ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে।