মাত্র আট রানেই আউট গোটা দল! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমে মাত্র আট রানেই সব উইকেট হারাল নেপালের (Nepal Cricket) অনূর্ধ্ব-১৯ মহিলা দল। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ঘটল এই ঘটনা। মাত্র দুই ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরশাহীর মহিলা দল।
আসলে, অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ারে নেপালের দল ছিল সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) বিপক্ষে। বাঙ্গিতে অনুষ্ঠিত এই ম্যাচে নেপাল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত দুঃস্বপ্নে পরিণত হয়।
নেপালের হয়ে স্নেহা মাহারা করেন ৩ রান। এটাই সর্বোচ্চ। তিনি দশ বল খেলতে পান। দলের মোট ৬ ব্যাটার খাতাও খুলতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের হয়ে মাহিকা গৌর চার ওভারে পাঁচ উইকেট নেন। মাহিকা দুটি মেডেন বোল্ড করে চার ওভারে দিয়েছেন মাত্র ২ রান।
মাহিকা ছাড়াও ইন্দুজা কুমার ৬ রানে তিনটি উইকেট নেন। সামাইরা উইকেট পেয়েছেন, ম্যাচে বল ছুড়েছেন একমাত্র তিনিই। এভাবে নেপালের পুরো দল 8 ওভারে মাত্র 8 রানে অলআউট হয়ে যায়। জবাবে, সংযুক্ত আরব আমিরশাহী এই লক্ষ্যমাত্রা অর্জন করে মাত্র ৭ বলে অর্থাৎ ১.১ ওভারে। কোনও উইকেট হারায়নি তাঁরা।
আরও পড়ুন: 'যদি ভুল শুধরানোর সুযোগ পেতাম,' শ্রীশান্তকে চড়ে অনুতপ্ত ভাজ্জি
আরও পড়ুন: মারাদোনার ক্লাবে ট্রেনিংয়ের সুযোগ, ইতালি যাচ্ছেন বাংলার সোনালী
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন স্কোরের রেকর্ডটি তুরস্কের। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাত্র ২১ রানে অলআউট হয়েছে তুরস্কের পুরুষ দল। এই রেকর্ডটি ৩০ আগস্ট, ২০১৯ এ হয়েছিল।