Advertisement

Neymar: গোড়ালিতে অপারেশন, মরশুম শেষ নেইমারের?

গোড়ালিতে চোটের কারণে প্রায় চার মাসের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার (Neymar)। গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ফলে বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের (Bayern Munich) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে দেখা যাবে না নেইমারকে। গোড়ালির এই চোট বিশ্বকাপের সময় থেকেই ভোগাচ্ছে নেইমারকে। 

নেইমারনেইমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2023,
  • अपडेटेड 9:13 AM IST
  • অন্তত চারমাস মাঠের বাইরে নেইমার
  • চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না তিনি

গোড়ালিতে চোটের কারণে প্রায় চার মাসের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার (Neymar)। গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ফলে বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের (Bayern Munich) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে দেখা যাবে না নেইমারকে। গোড়ালির এই চোট বিশ্বকাপের সময় থেকেই ভোগাচ্ছে নেইমারকে। 

ফরাসি লিগের (League One) ম্যাচে সেই গোড়ালিতেই ফের চোট পাওয়ায় সমস্যা আরও বাড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার করাতে হবে নেইমারকে। পিএসজি (PSG) যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে, তবে সেই ফাইনাল ম্যাচেও খেলা হবে না ব্রাজিলীয় তারকার। ফলে সমস্যায় লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappe) পিএসজি। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে খেলতে নেমে চোট পান নেইমার। সেই চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসতে হয়। ম্যাচের ৫১ মিনিটের মাথায় তাঁর চোট লাগে। আর মাঠে নামতে পারেননি তারকা ফুটবলার। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন নেইমার।

 

আরও পড়ুন

পিএসজি ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গোড়ালির হাড় ভাঙেনি। তবে তাঁর কয়েক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, অস্ত্রোপচার ছাড়া চোট থেকে সেরে ওঠা সম্ভব হবে না নেইমারের। যদিও কবে তাঁর অস্ত্রোপচার হবে সেটা এখনও জানা যায়নি। 

শুধু অস্ত্রোপচার করলেই হবে না। এরপর রিহ্যাবও করাতে হবে নেইমারকে। তাই এখনই বলা যাচ্ছে না ঠিক কবে মাঠে নামতে পারেন তিনি। কারণ, অস্ত্রোপচারের পর বেশ কিছুদিন রিহ্যাব করতে হবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। মনে করা হচ্ছে এই মরশুমে আর নাও খেলতে পারেন নেইমার। 

ফরাসি সংবাদমাধ্যমের দাবি, নতুন করে গোড়ালিতে চোট পাওয়ায় বেশ কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন নেইমার। সকলেই জানিয়েছেন অস্ত্রোপচার ছাড়া এই চোট থেকে মুক্তির উপায় নেই। সকলের সঙ্গে কথা বলেই অস্ত্রোপচারের তারিখ ঠিক করা হবে জানানো হয়েছে।        

Read more!
Advertisement
Advertisement