Advertisement

Vece Paes: বাবাকে হারালেন লিয়েন্ডার, প্রয়াত অলিম্পিকে ভারতকে পদক দেওয়া ভেস পেজ

প্রয়াত ড. ভেস পেজ। বৃহস্পতিবার ভোর তিনটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলিম্পিক ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়া এই তারকা। শুধু নিজে তারকা নন, তাঁর পুত্র লিয়েন্ডার পেজ ভারতীয় টেনিসের কিংবদন্তি। তাঁর স্ত্রী জেনিফার পেজও ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় মহিলা বাস্কেটবল দলের একসময়ের অধিনায়ক ছিলেন তিনি।

ভেস পেজের সঙ্গে লিয়েন্ডার পেজভেস পেজের সঙ্গে লিয়েন্ডার পেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2025,
  • अपडेटेड 10:37 AM IST
  • ৮০ বছর বয়সে প্রয়াত ভেস পেজ
  • দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন

প্রয়াত ড. ভেস পেজ (Vece Paes)। বৃহস্পতিবার ভোর তিনটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলিম্পিক ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়া এই তারকা। শুধু নিজে তারকা নন, তাঁর পুত্র লিয়েন্ডার পেজ ভারতীয় টেনিসের কিংবদন্তি। তাঁর স্ত্রী জেনিফার পেজও ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় মহিলা বাস্কেটবল দলের একসময়ের অধিনায়ক ছিলেন তিনি। 

মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন ভেস পেজ। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বাড়িতেই চলছিল চিকিৎসা। বুধবার থেকে আচমকা শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। প্রাক্তন হকি অলিম্পিয়ানের মৃত্যুর খবরে শোকের ছায়া।

ভেস পেজ

১৯৪৫ সালে গোয়ায় ভেসের জন্ম। বিভিন্ন খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভাল ছিলেন তিনি। ভারতের হকি দলে তিনি মিডফিল্ডার হিসাবে খেলতেন। তবে শুধু হকি নয়, ক্রিকেট, ফুটবল এবং রাগবিতে তাঁর পারদর্শিতা ছিল। তিনি ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতি হিসাবে কাজ করেছেন। পেশায় ডাক্তার ভেস কলকাতায় মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন। অনেক বাধা অতিক্রম করে ছেলে লিয়েন্ডারকে টেনিস তারকা হতে সাহায্য করেছিলেন পিতা ভেস পেজ। ভারতীয় টেনিস সার্কিটে পিতা-পুত্রের বিরাট লড়াইয়ের গল্প শোনা যায়। লিয়েন্ডারের মা জেনিফার নিজেও অসুস্থ। মৃত্যুকালে ভেস পেজের বয়স হয়েছিল ৮০ বছর। 

খেলোয়াড়ি জীবনের পর, ড. ভেস পেজ স্পোর্টস মেডিসিনে একজন চিকিৎসক হিসেবে তাঁর কাজ ভারতীয় ক্রীড়াবিদদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন ভারতীয় ক্রীড়া দলের চিকিৎসক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

Read more!
Advertisement
Advertisement