Advertisement

Virat Kohli: বিরাট নেতৃত্ব ছাড়ায় আবেগঘন টুইট করলেন পাকিস্তানের এই ক্রিকেটার

ভারতের অধিনায়ক হিসেবে টেস্ট জেতার দিক থেকে বিরাটের থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২৭ টি ম্যাচ জিতেছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় জিতেছেন ২১ টি ম্যাচ। গোটা বিশ্বের নিরিখে বিরাটের থেকে এগিয়ে রয়েছেন গ্রেম স্মিথ। ৫৩ টি ম্যাচ জিতেছেন তিনি। রিকি পন্টিং জিতেছেন ৪৮ টি টেস্ট।

বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2022,
  • अपडेटेड 3:55 PM IST

গত বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আচমকাই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) শনিবার ফের সকলকে চমকে দিলেন সকলকে। এবার টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথাও ঘোষণা করলেন ভারতের এই ব্যাটার। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় বিসিসিআই (BCCI) তাঁকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরিয়ে দিয়েছিল। আর শনিবার নিজেই ছাড়লেন টেস্টের নেতৃত্ব। বিরাটের এই ঘোষণার পর তাঁকে নিয়ে আবেগপ্রবণ পড়লে পাকিস্তানের ব্যাটার আহমেদ শেহজাদ।
পাকিস্তানের ব্যাটার লিখেছেন, 'তুমি যে আবেগের সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছ, সেটা তোমার অধিনায়কত্বে স্পষ্ট ভাবে ফুটে উঠত। সাত বছর ধরে নির্ভীক ভাবে নেতৃত্ব দিয়েছ, উন্নত মানের ক্রিকেট খেলে এই খেলার পৃষ্ঠপোষক হয়ে উঠেছ। বিরাট আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। কিপ রকিং' 

আইসিসি-র টুরনামেটে ট্রফি নেই বিরাটের
আইসিসি-র কোনও টুর্নামেন্টে না জিতলেও অধিনায়ক হিসেবে বিরাটের রেকর্ড চমৎকার। তাঁর আশেপাশে অন্য কোনও অধিনায়ক নেই। তবুও ওই একটা জায়গায় অস্বস্তি থেকেই গেল বিরাটের। ৬৮ টি টেস্টে ৪০টি ম্যাচ জিতেছেন বিরাট। যার মধ্যে ঘরের মাঠে জিতেছেন ২৪ টি টেস্ট। আর বিদেশে সেই সংখ্যাটা ১৬। মোট ১১ টি টেস্ট বিরাটের নেতৃত্বে ড্র করেছে ভারত। হেরেছেন মাত্র ১৭ টি ম্যাচ।
ভারতের অধিনায়ক হিসেবে টেস্ট জেতার দিক থেকে বিরাটের থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২৭ টি ম্যাচ জিতেছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় জিতেছেন ২১ টি ম্যাচ। গোটা বিশ্বের নিরিখে বিরাটের থেকে এগিয়ে রয়েছেন গ্রেম স্মিথ। ৫৩ টি ম্যাচ জিতেছেন তিনি। রিকি পন্টিং জিতেছেন ৪৮ টি টেস্ট। 

ভারতীয়দের মধ্যে সফলতম বিরাট
বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। টি২০ ও একদিনের ক্রিকেটে রোহিত শর্মা অধিনায়কত্ব করছেন। তাঁকে দেওয়া হতে পারে টেস্ট দলের দায়িত্বও। তবে সুনীল গাভাস্কার মনে করেন, ভারতীয় দলের অধিনায়ক হওয়া উচিত ঋষভ পন্তের। এ ব্যাপারে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ডের নির্বাচকরা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement