এশিয়া কাপে (Asia Cup 2023) দারুণ ছন্দে পাকিস্তান (Pakistan)। সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে (Pakistan vs Bangladesh) ১৯৩ রানে অল আউট করে দিল পাকিস্তান। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবেন বাবর আজমরা (Babar Azam)। রবিবারের সেই ম্যাচের আগে আগুন ফর্মে পাকিস্তানের হ্যারিস রাউফ ও নাশিম শাহ। দুই বোলার মোট ৭ উইকেট তুলে নিয়েছেন।
ভারতের বিরুদ্ধে গ্রুপ-এ-এর ম্যাচেও রোহিত শর্মাদের অলআউট করেছিল পাকিস্তান। সেই ম্যাচে একাই চার উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। তিন উইকেট পেয়েছিলে হ্যারিস রাউফ। যদিও বুধবারের ম্যাচে শাহিন মাত্র ১ উইকেট তুলতে পেরেছেন। যদিও উল্ল্যেখযোগ্য ব্যাপার হল, এদিন কোনও বোলারই কোটার ১০ ওভার বল করতে পারেননি। তার আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৪০ ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় বেঙ্গল টাইগাররা। ক্যাপ্টেন শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি করলেও দলের রান ভালো জায়গায় নিয়ে যেতে পারেননি। টসে জিতে এদিন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ প্রথম বলেই আউট হয়ে যান। মহম্মদ নইম ২৫ বয়লে ২০ রান করে ফেরেন। ব্যর্থ হয়েছেন লিটন দাসও। শাকিব আল হাসান ৫৭ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হন। সাতটা চার মারেন তিনি। ৮৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেন রহিম। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার।
এদিন যদিও চেনা ছন্দে দেখা যায়নি শাহিনকে। ৭ ওভারে ৪২ রান দিলেও মাত্র একটাই উইকেট পেয়েছেন বাঁ হাতি পেসার। ৫ ওভার ৪ বল করে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন নাশিম শাহ। ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নেন হ্যারিস। ইফতিকার আহমেদ ও ফহিম আশরাফ ১টি করে উইকেট তুলে নেন। ভারতকেও ২৬৬ রানে অল আউট করে দিয়েছিল পাকিস্তান।
রবিবার সুপার ফোরের লড়াইয়ে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুপুর তিনটে থেকে শুরু হবে এই ম্যাচ। যে ফর্মে রয়েছেন পাকিস্তানের জোরে বোলাররা, তাতে ভারতীয় দলও যথেষ্ট চিন্তায় থাকবে। সেই সঙ্গে যোগ হয়েছে ভারতের টপ অর্ডারের ব্যর্থতা। নেপালের বিরুদ্ধে সহজ জয় পেয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠলেও এবার ফের পাকিস্তানের সঙ্গে টক্কর হবে ভারতের টপ অর্ডারের।