এবারের টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2023) শুরু হবে ২ জুন থেকে তবে তার আগে কোচ নির্বাচন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। ২ জুন থেকে ২৯ জুন অবধি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এই টি২০ বিশ্বকাপ। গত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের অন্তর্বর্তী কোচের ভূমিকা পালন করেছেন মহম্মদ হাফিজ। তবে টি২০ বিশ্বকাপে কে দায়িত্ব নেবেন তা নিতে শুরু হয়েছে ডামাডোল।
প্রথমে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শ্যেন ওয়াটসনকে দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর অয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ড্যারেন স্যামিকে দায়িত্ব দেওয়া হলেও, তিনি জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের কোচ হিসেবেই তিনি দায়িত্ব পালন করবেন। তা হলে কি কোচ ছাড়াই টি২০ বিশ্বকাপে খেলতে নামবে পাকিস্তান? অবস্থা যে দিকে যাচ্ছে তাতে মনে করা হচ্ছে, তেমনটা হলেও অবাক হওয়ার কিছু নেই। প্রসঙ্গত স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ২০১২ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।
স্যামি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড ১৪ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ফের অন্তর্বর্তী ভিত্তিতে একজন কোচ নিয়োগ করতে পারে। ঘরের মাঠে এই সিরিজ খেলবে পাকিস্তান। অন্যদিকে পিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করে শনিবার রাতে দেশে ফিরেছেন ওয়াটসন। পুরো ঘটনা সম্পর্কে জানার একটি সূত্র জানিয়েছে যে পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা করাচিতে ওয়াটসনের সঙ্গে পিএসএল ম্যাচ চলাকালীন বিশদে আলোচনা করেছিলেন। সেই সময় তাঁকে প্রধান কোচের পদের প্রস্তাব দিয়েছিলেন।
তবে, পাকিস্তানের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেওয়া প্রস্তাবের অঙ্ক প্রকাশিত হয়ে যাওয়ায় শেন ওয়াটসন বিরক্ত হয়েছিলেন। সূত্রের মারফত জানা যাচ্ছে, 'ওয়াটসন প্রথমে আগ্রহ দেখিয়েছিলেন এবং প্রস্তাবটি গ্রহণ করতে কিছু আর্থিক ও অন্যান্য শর্ত রেখেছিলেন। বোর্ড কমবেশি ওয়াটসনের আর্থিক দাবি মেনে নিয়েছে। এই প্রাক্তন খেলোয়াড় খুশি ছিলেন না যে তার প্রস্তাবিত প্যাকেজের বিবরণ পাকিস্তানের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে।'
ওয়াটসন প্রস্তাব প্রত্যাখ্যান করেন
পাকিস্তানি মিডিয়ার মতে, পিসিবি শেন ওয়াটসনকে বার্ষিক দুই মিলিয়ন ডলার (প্রায় ১৬.৫৭ কোটি টাকা) দিতে রাজি হয়েছিল। ওয়াটসন বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন, এই বলে যে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এবং মেজর ক্রিকেট লিগে (MCL) তার প্রতিশ্রুতিগুলিকে সম্মান করতে চান। আইপিএলে ওয়াটসনের ধারাভাষ্য চুক্তি রয়েছে। এর পাশাপাশি সিডনিতে পরিবারকে আরও বেশি সময় দিতে চান তিনি।