Advertisement

Bangladesh Cricket: 'ICC হল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল,' বাংলাদেশের হয়ে গলা ফাটাচ্ছে পাকিস্তান

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ICC-কে কটাক্ষ করতে ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। ICC-কে তীব্র কটাক্ষ করে PCB-র প্রাক্তন চেয়ারম্যান বলেন, 'ICC ইন্টারন্যাশনাল নয় ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল!'

বাংলাদেশের হয়ে গলা ফাটাচ্ছে পাকিস্তানবাংলাদেশের হয়ে গলা ফাটাচ্ছে পাকিস্তান
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 24 Jan 2026,
  • अपडेटेड 5:49 PM IST
  • ICC-কে কটাক্ষ করতে ছাড়ছে না পাকিস্তান
  • ICC-কে তীব্র কটাক্ষ PCB-র প্রাক্তন চেয়ারম্যানের
  • ইন্টারন্যাশনাল নয় ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি মনে করেন, ICC যেন ভারতের ইচ্ছের কাছে নতিস্বীকার না করে। সে জন্য অন্যান্য দেশগুলির বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগই এই সিদ্ধান্তের প্রধান কারণ। তবে ICC-র কোর্টেই শেষ পর্যন্ত বল ঠেলেছিল ইউনূসের দেশের ক্রিকেট বোর্ড। শনিবার দুপুরে ICC স্পষ্ট জানিয়ে দেয়, টি-২০ বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ। বদলে খেলানো হবে স্কটল্যান্ডকে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের উদ্বেগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যথাযথ ভাবে বিবেচনা করছে না। সে কারণেই তারা দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের প্রতিবাদের প্রেক্ষাপটে PCB নীরবে সমর্থন জানালেও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। 

বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর পর নজাম শেঠি বলেন, 'ICC ভারতের প্রতি পক্ষপাতিত্ব দেখানোর পাল্টা অন্যান্য দেশগুলি বাংলাদেশের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়া উচিত।' একইসঙ্গে তিনি বর্তমান PCB চেয়ারম্যান মোহসিন নকভিকে পাকিস্তানের জাতীয় দলের সর্বোত্তম স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আর্জিও জানিয়েছেন। 

টেলিকম এশিয়া স্পোর্টসকে নজম শেঠি বলেন, 'বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা বাকি PCB কী সিদ্ধান্ত নেয়। মোহসিন নকভি বিষয়টি বোধেন এবং সব দিকেই তাঁর দৃষ্টি রয়েছে। তিনি যে সিদ্ধান্তই নেবেন সেটিই সঠিক হবে। পাকিস্তানের পাশাপাশি যদি অন্যান্য দেশগুলোও বাংলাদেশের পাশে দাঁড়ায় তাহলে ICC বুঝবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।'

এদিকে, BCB ICC-কে চিঠি দিয়ে বিষয়টি ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেছিল। কারণ তারা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতে আসার সিদ্ধান্তে অনড় ছিল। 

ইন্ডিয়া টুডে-র প্রকাশিত খবর অনুযায়ী, BCB-র দাবি ডিসপিউট রেজলিউশন কমিটিতে আপিলের যোগ্য কি না, তা নির্ধারণ করতে ICC আইনি দিকগুলির পর্যালোচনা করেছে। তারপরই শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement