Advertisement

Afridi Urges Naqvi Resignation: ঘরেই তোপের মুখে পাক বোর্ড চিফ নকভি, এ বার শহিদ আফ্রিদি তুললেন পদত্যাগের দাবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির পদত্যাগের দাবি তুললেন সেই দেশেরই প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদি। এশিয়া কাপে পাকিস্তান দলের বিপর্যয় ও নানা কাণ্ডের জেরেই আফ্রিদি এমন দাবি তুলেছেন। 

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Oct 2025,
  • अपडेटेड 4:47 PM IST
  • মহসিন নকভির পদত্যাগ দাবি তুললেন শহিদ আফ্রিদি
  • , বোর্ডের প্রধান হিসাবে কাজ করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো খুবই কঠিন কাজ
  • বর্তমান সংকটের সময় এমন কাউকে প্রয়োজন যিনি সম্পূর্ণ ক্রিকেটে মন দিতে পারবেন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির পদত্যাগের দাবি তুললেন সেই দেশেরই প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদি। এশিয়া কাপে পাকিস্তান দলের বিপর্যয় ও নানা কাণ্ডের জেরেই আফ্রিদি এমন দাবি তুলেছেন। 

পাকিস্তানের এই প্রাক্তন সুপারস্টার খেলোয়াড়ের মতে, বোর্ডের প্রধান হিসাবে কাজ করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো খুবই কঠিন কাজ। আর এটা কোনও ভাবেই বাস্তবসম্মত নয়। বরং বর্তমান সংকটের সময় এমন কাউকে প্রয়োজন, যিনি সম্পূর্ণ ক্রিকেটে মন দিতে পারবেন। 

আগেও আফ্রিদির তোপের মুখে পড়েছেন নকভি
আর আগেও একাধিক বার নকভির সমলোচনা করেছেন আফ্রিদি। বিশেষত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পর আফ্রিদি নকভিকে পূর্ণ সময়ের জন্য বোর্ড চিফের দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন। যদিও সেই পরামর্শে কান দেননি নকভি। বরং তিনি মন্ত্রিত্ব এবং বোর্ডের দায়িত্ব এখনও একসঙ্গেই পালন করে আসছেন। 

এর মধ্যেই আবার এশিয়া কাপে পাকিস্তান দল ব্যর্থ হয়। যার ফলে নকভির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন আফ্রিদি। তাঁর মতে, নকভির ক্রিকেট সম্পর্কে কোনও জ্ঞানই নেই। তিনি সাধারণত উপদেষ্টাদের মাধ্যমেই কাজ চালান। আর নকভির উপদেষ্টারাও একবারেই অপদার্থ বলে মনে করেন আফ্রিদি। 

টেলিকম এশিয়া স্পোর্টসকে আফ্রিদি বলেন, 'আমার নকভি সাহেবের কাছে অনুরোধ যে এই দুটি পদই খুব গুরুত্বপূর্ণ। এগুলো বিরাট দায়িত্ব, যার জন্য সময় দিতেই হবে।'

এখানে বলে রাখা প্রয়োজন পিসিবি চেয়ারম্যান, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব সামলানোর পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্বও তাঁর কাঁধেই রয়েছে। আর এ সব নিয়েই অসন্তুষ্ট আফ্রিদি।

তাঁর মতে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে পিসিবি-এর কোনও মিল নেই। তাই এই দুটি বিষয়কে আলাদা রাখাই বুদ্ধিমানের কাজ। এখন প্রতিনিয়ত কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তান ক্রিকেটকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। 

এর পাশাপাশি আফ্রিদি মনে করেন, সব সিদ্ধান্তের জন্য নকভি উপদেষ্টাদের উপর ভরসা করতে পারেন না। আর তাঁর উপদেষ্টারও পাকিস্তান টিমকে কোথাও নিয়ে যেতে পারছেন না। তাই এমন কোনও উপদেষ্টা নিয়োগ করতে হবে যিনি খেলাটা বোঝেন। 

Advertisement

সমালোচনার মুখে নকভি
এশিয়া কাপে ভারতের কাছে পরপর ৩ বার হেরেছে পাকিস্তান। এমনকী ফাইনালেও বাজে ভাবে হারতে হয়েছে। তার ফলে এমনিতেই পাকিস্তানে তাঁকে নিয়ে যা নয় তাই বলা হচ্ছে। 

তার উপর আবার সেই রাতে ভারতীয় দলের যোগ্য ট্রফি ও মেডেল নিয়ে পালান নকভি। সেই কারণেও তাঁকে তোপের মুখে পড়তে হয়েছে।

ইন্ডিয়া টুডে সূত্রে খবর, ট্রফি নিয়ে যাওয়া নিয়ে দুঃখপ্রকাশ করেছেন নকভি। তবে তিনি চান ভারত অধিনায়কের হাতে সরাসরি ট্রফি তুলে দিতে। 

এখন দেখা যাক, জল ঠিক কোন দিকে গড়ায়। আদৌ নিজের অবস্থান থেকে সড়ে আসেন কি না নকভি। 

Read more!
Advertisement
Advertisement