Advertisement

Shahid Afridi Statement: 'আমার মেয়ে ভারতের পতাকা উড়িয়েছিল', দাবি শাহিদ আফ্রিদির

Shahid Afridi: হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারত একবার জয়ী হলেও, পরে ৪ সেপ্টেম্বরের ম্যাচে পাকিস্তানের কাছে হারে ভারত। সেইদিনকে কেন্দ্র করেই এবার চমকপ্রদ দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।

প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিপ্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2022,
  • अपडेटेड 10:56 PM IST
  • ৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন তাঁর ছোট্ট কন্যা ভারতের পতাকা উড়িয়েছিল
  • ম্যাচ দেখতে ৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গিয়েছিল তাঁর পরিবার
  • ম্যাচ দেখতে আসা ৯০ শতাংশ ক্রিকেটপ্রেমীরাই ছিলেন ভারতীয় সমর্থক

Shahid Afridi: একাধিক মন্তব্য নিয়ে বারংবার বিতর্কের মুখে পড়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। দিনকয়েক আগেই দুবাইয়ে (Dubai) অনুষ্ঠিত হয় এশিয়া কাপ ২০২২-এর (Asia Cup 2022) ভারত ও পাকিস্তানের দু'টি উত্তেজনাপূর্ণ ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারত একবার জয়ী হলেও, পরে ৪ সেপ্টেম্বরের ম্যাচে পাকিস্তানের কাছে হারে ভারত। সেইদিনকে কেন্দ্র করেই এবার চমকপ্রদ দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। 

আফ্রিদি বলেন, ৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন তাঁর ছোট্ট কন্যা ভারতের পতাকা উড়িয়েছিল। আফ্রিদি সামা টিভিকে সাক্ষাৎকারের সময় একথা জানিয়ে বলেন, ম্যাচ দেখতে ৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গিয়েছিল তাঁর পরিবার। আফ্রিদির মতে, তাঁকে তাঁর স্ত্রী বলেছিলেন যে ম্যাচ দেখতে আসা ৯০ শতাংশ ক্রিকেটপ্রেমীরাই ছিলেন ভারতীয় সমর্থক।

আফ্রিদি বলেন, 'আমিও জানতে পেরেছি, সেখানে ভারতীয় সমর্থকের সংখ্যা বেশি ছিল। আমার পরিবারও সেখানে ছিল। একটা ভিডিও আসে, সেখানেও তাই দেখেছি। আমার স্ত্রীও বলেছিল, মাত্র ১০ শতাংশ পাকিস্তানি, বাকি ৯০ শতাংশ ভারতীয় সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এমনকি পাকিস্তানের পতাকাও সেদিন পাওয়া যাচ্ছিল না। তাই আমার ছোট্ট কন্যে হাতে ভারতের পতাকা উড়িয়েছিল। আমার কাছে সেই ভিডিওও আছে। ট্যুইট করব কি না ভাবছিলাম। তারপর ভাবলাম থাক...!"

আরও পড়ুন

বারবার বিতর্কের মুখে পড়েন আফ্রিদি

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ভারত বিরোধী বক্তব্যের জন্য মাঝেমধ্যেই শিরোনামে থাকেন। কিন্তু এবারের বিষয়টি খানিকটা চমকপ্রদ। কয়েক মাস আগে শাহিদ ভারতকে পাকিস্তানের 'শত্রু দেশ' বলে অভিহিত করেছিলেন। পরে নিষিদ্ধ সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিককে সমর্থন করে বিতর্কিত ট্যুইটও করেন।

শাহিদ আফ্রিদিও তাঁর বয়স নিয়েও বিতর্কে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মতে, আফ্রিদির জন্ম ১ মার্চ ১৯৮০, অর্থাৎ তাঁর বয়স ৪২ বছর। ২০১৯ সালে, আফ্রিদি প্রকাশ করেছিলেন যে ১৬ বছর বয়সী তিনি ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলের সেঞ্চুরি করেছিলেন।

Advertisement

শাহিদ আফ্রিদির আন্তর্জাতিক রেকর্ড

আফ্রিদির ঝুলিতে রয়েছে দুর্ধর্ষ রান রেট ও বোলিং রেকর্ড। ২৭ টি টেস্ট ম্যাচে ১৭১৬ রান করেছেন এবং ৪৮টি উইকেট নিয়েছেন। ৩৯৮টি একদিনের ম্যাচে আফ্রিদির নামে ৮০৬৪ রান ছাড়াও ৩৯৫ উইকেট রয়েছে। তারকা অলরাউন্ডার ছিলেন আফ্রিদি। ৯৯ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। ১৪১৬ রান করেছেন, ৯৮টি উইকেট নিয়েছেন তিনি।

Read more!
Advertisement
Advertisement