Advertisement

Pat Cummins: কামিন্সের চোট, আরও সমস্যা বাড়ল KKR-এর

অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইট cricket.com.au এ তথ্য জানিয়েছে। নিতম্বের ছোট ইনজুরির কারণে আইপিএল থেকে বিশ্রাম নিয়েছেন প্যাট কামিন্স।  তার চোট খুব একটা গুরুতর নয়, তাই দ্রুত সেরে উঠবেন তিনি। আগামী শ্রীলঙ্কা সফরের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। 

প্যাট কামিন্স প্যাট কামিন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2022,
  • अपडेटेड 3:45 PM IST
  • চোটের জন্য ফিরছেন কামিন্স
  • বাদ কেকেআর অলরাউন্ডার

আইপিএল-এ প্লে অফে যাওয়ার রাস্তা বেশ কঠিন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সামনে। এর মাঝেই একটা বড় ধাক্কা খেয়েছে কেকেআর। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন তারকা ক্রিকেটার প্যাট কামিন্স। তাড়াতাড়ি দেশে ফিরে যাবেন অস্ট্রেলিয়ান তারকা। 

অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইট cricket.com.au এ তথ্য জানিয়েছে। নিতম্বের ছোট ইনজুরির কারণে আইপিএল থেকে বিশ্রাম নিয়েছেন প্যাট কামিন্স।  তার চোট খুব একটা গুরুতর নয়, তাই দ্রুত সেরে উঠবেন তিনি। আগামী শ্রীলঙ্কা সফরের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। 

কেকেআর কামিন্সকে ৭.২৫ কোটি টাকায় কিনেছে

আরও পড়ুন

এই আইপিএল মরশুমে প্যাট কামিন্স তার দলের সাথে যুক্ত ছিলেন অনেক দেরিতে। । এর আগে তিনি পাকিস্তান সফরে ছিলেন। সেখান থেকে ফিরে আইপিএলে যোগ দেন কামিন্স। এই মরশুমে প্যাট কামিন্স মাত্র ৫টি ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন। এই সময়ে, কামিন্সও ব্যাট হাতে আশ্চর্যজনক দেখান এবং একটি ইনিংসে ৬৩ রান করেন। কামিন্সকে কলকাতা ফ্র্যাঞ্চাইজি একটি মেগা নিলামে ৭.২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। 

শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া দল

মে মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যেতে হবে অস্ট্রেলিয়া দলকে। প্রায় ৬ সপ্তাহ ধরে চলবে এই সফর। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলকে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ২টি টেস্টের সিরিজ খেলতে হবে। ৭ জুন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। আগামী ৮ই জুলাই থেকে শ্রীলঙ্কা সফরে শেষ টেস্ট খেলতে হবে অস্ট্রেলিয়া দলকে। শ্রীলঙ্কা সফরে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না প্যাট কামিন্স। 

কলকাতার বিদায় প্রায় নিশ্চিত

এই মরশুমে কলকাতার বিদায় প্রায় পাকা। শ্রেয়াস আইয়াররা এখনও পর্যন্ত ১২টির মধ্যে মাত্র ৫টি ম্যাচ জিতেছে এবং তাদের পয়েন্ট ১০। কেকেআরের এখন দুটি ম্যাচ খেলার বাকি। কলকাতা দল বাকি দুটি ম্যাচেই জিতলেও তাদের পয়েন্ট হবে ১৪। এমতাবস্থায় কেকেআরকে শুধু জিতলেই হবে না অন্য দল গুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement