এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন এক্স-এ। আর সেই পোস্টের প্রেক্ষিতেই পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি পাল্টা ট্যুইট করে আক্রমণ শাণালেন।
তিনি এক্স-এ মোদীর পোস্টকে উদ্ধৃত করে লেখেন, 'যুদ্ধই যদি গর্বেই বিষয় হয়, তাহলে সারা বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে তোমাদের পরাজয় দেখেছে। কোনও ক্রিকেট ম্যাচই সত্যিটা বদলাতে পারবে না। খেলার মধ্যে যুদ্ধকে নিয়ে আসাটা শুধু হতাশা প্রকাশ করে। খেলার স্পিরিটটাকেও করে অপমান।'
আর তাঁর এই পোস্টের পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সকলেই অপেক্ষায় যে ভারত এরপর ঠিক কী ভাবে এর জবাব দেয়।
ট্রফি নিয়ে পালান নকভি
এশিয়া কাপের শুরু থেকেই ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তেজনা। আর সেই উত্তেজনা আরও বেড়ে যায় ভারত ফাইনাল জেতার পর। রবিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর ট্রফি দেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে ছিলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সে দেশের মন্ত্রী মহসিন নকভি। আর সেটা দেখার পরই ভারতীয় দল ট্রফি নিতে মঞ্চে ওঠেনি। বরং তাঁরা নীচে দাঁড়িয়ে থাকে। উল্টে ভারতীয় দর্শকরা স্টেডিয়ামে 'ভারত মাতা কী জয়' বলে স্লোগান দেয়।
অভিযোগ, কিছুক্ষণ অপেক্ষা করার পরই অপমানিত হয়ে মাঠ ছাড়েন নকভি। সেই সঙ্গে হোটেলে নিয়ে চলে যান ভারতীয় দলের প্রাপ্য ট্রফি এবং মেডেল। তাই ট্রফিহীন ভাবেই মাঠে সেলিব্রেশন করে ভারতীয় দল।
এরপরই ভারতীয় বোর্ড নামে মাঠে। তাঁদের পক্ষ থেকে আইসিসি-তে নকভির নামে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নকভি যাতে দ্রুত ট্রফি এবং মেডেল ফিরিয়ে দেয়, সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে।
কেন মোদীর ট্যুইট নিয়ে এমন করলেন নকভি
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দলের ব্যবহারে বেজায় ক্ষুদ্ধ নকভি। তাই তিনি প্রথমত ট্রফি ও মেডেল নিয়ে চলে যান। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটের প্রসঙ্গ টেনে এনে ভারতকে আক্রমণ করেন। যার ফলে আবার নতুন করে বিতর্ক দানা বাঁধল বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাই এখন পরিস্থিতির দিকে নজর রাখা উপায় নেই। মনে করা হচ্ছে আগামিদিনে আরও কিছু আক্রমণ ধেয়ে আসবে পাকিস্তানের দিক থেকে। এখন দেখার যে ভারত সেগুলির মোকাবিলা করে কীভাবে।