চলতি বছর ভারতের অনুষ্ঠিত হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের মহারণ। আর এই বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান সরকারের অনুমতি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। সূত্রের খবর, সরকারের কাছে অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছাড়াও স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে চিঠি লিখেছে পিসিবি (PCB)।
জানা যাচ্ছে, সেই চিঠিতে পিসিবির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, পাকিস্তান দলকে সরকার ভারত সফরের অনুমতি দিচ্ছে কিনা! পাশাপাশি নিরাপত্তা ও অন্যান্য যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পিসিবি প্রতিনিধি দল পাঠাতে চেয়েছিল পিসিবি। সেই দলের ব্যাপারেও পরামর্শ চাওয়া হয়েছে চিঠিতে। এই নিয়ে এক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমকে পিসিবির তরফ থেকে বলা হয়, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের ক্রীড়া সূচি ঘোষণার পরপরই, আমরা আমাদের পৃষ্ঠপোষক, মাননীয় প্রধানমন্ত্রী মহম্মদ শেহবাজ শরিফকে আন্তঃপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রকের মাধ্যমে চিঠি লিখেছিলাম। এর পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রককেও চিঠি লিখে ভারতে যাওয়ার জন্য ছাড়পত্রের অনুরোধ জানিয়েছি।‘
শুধু ভারতে খেলতে যাওয়া নয়, কোন কোন মাঠে খেলা হবে, সেই তালিকা দিয়েও আলাদা করে অনুমতি চেয়েছে বাবর আজমদের বোর্ড। পিসিবি এই ব্যাপারে আরও জানায়, ‘ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আমাদের ম্যাচগুলি যে মাঠে খেলব, সেইগুলির অনুমোদন করার সিদ্ধান্তও পাকিস্তান সরকার নেবে। আমাদের সরকারের রায়ের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং যা পরামর্শ দেওয়া হবে, সেটা অনুসরণ করব। এটি সম্পূর্ণ ভাবে সরকারের উপর নির্ভর করছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে যদি মাঠ গুলো পরিদর্শন করা এবং আয়োজকদের সঙ্গে বৈঠক করার জন্য ভারতে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রয়োজন হয়, তবে এটি সম্পূর্ণ ভাবে সরকার সিদ্ধান্ত নেবে।‘
বর্তমানে দুই প্রতিবেশি দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণেই ভারত সফরের জন্য সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারি ছাড়পত্র ছাড়া ভারতে খেলতে আসতে পারবে না বলে জানিয়েছে পিসিবি। এর আগে এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতীয় দল সেখানে খেলতে যেতে চায়নি। ভারত সরকারের অনুমতি না থাকায়, শ্রীলঙ্কায় অধিকাংশ ম্যাচ খেলা হবে।