শনিবার টোকিও অলিম্পিকে রুপো অর্জনের পরে ওয়েটলিফটার মীরাবাই চানুকে সামাজিক অভিনন্দন জানানো অনেকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আছেন। ২৬ বছর বয়সী এই প্রথম মহিলা ভারতীয় ওয়েটলিফ্টার হিসাবে রুপোর পদক অর্জনকারী ভারতীয় ভারোত্তোলক। তিনি অলিম্পিকের প্রথম দিন মহিলাদের ৪৯ কেজি ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এটি টোকিও গেমসের ভারতের প্রথম পদক।
মীরবাই চানুকে ইতিমধ্যেই অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন বিশিষ্টজনেরা। নেতা থেকে শুরু করে ক্রীড়াবিদরা ভারতের এই ইতিহাস গড়া মহিলা অ্যাথলিটকে অভিনন্দন জানিয়েছেন। মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ থেকে শুরু করে অনুরাগ ঠাকুর, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শনিবার ভারতের তারকা ওয়েটলিফ্টার মীরাবাই চানু অলিম্পিক গেমসে রুপোরপদক অর্জনকারী প্রথম ভারতীয় ভারোত্তোলক হয়েছেন। তিনি এই ইভেন্টে অলিম্পিকের মঞ্চে অন্যতম ইতিহাস সৃষ্টি করেছেন। চানু মহিলা ৪৯কেজি বিভাগে ২০২০ টোকিও গেমসে অলিম্পিক পদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন। চিনের হাউ হুই স্বর্ণপদক জিতেছেন।