Advertisement

Leo Messi Leaves Barcelona: বার্সাকে মেসির গুডবাই! উষ্কে দিচ্ছে অবসর জল্পনা

শোনা যাচ্ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনাতেই খেলবেন। আর্থিক অঙ্কের পরিমাণ কমে অর্ধেক হলেও নতুন চুক্তি হতে চলেছে পাঁচ বছরের জন্য। শুধু তাই নয়, ফুটবল কেরিয়ার শেষের পরও যাতে মেসি বার্সার সঙ্গেই থাকেন বা প্রয়োজনে কোচিং কেরিয়ার শুরু করতে পারেন সে ব্যাপারে আগেই তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্লাবের তরফে। তবে সেইসব জল্পনায় জল পড়ে গেল বৃহস্পতিবার। ক্লাবের পক্ষ থেকে ট্যুইটে জানিয়ে দেওয়া হল মেসি আর বার্সেলোনায় খেলবেন না।

Lionel Messi
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2021,
  • अपडेटेड 12:19 AM IST
  • ১৮ বছররে সম্পর্কের অবসান
  • এবার বার্সেলোনা ছাড়ছেন মেসি
  • মাত্র ১৩ বছর বয়সে এই ক্লাবে আসেন মেসি

শোনা যাচ্ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনাতেই খেলবেন। আর্থিক অঙ্কের পরিমাণ কমে অর্ধেক হলেও নতুন চুক্তি হতে চলেছে পাঁচ বছরের জন্য। শুধু তাই নয়, ফুটবল কেরিয়ার শেষের পরও যাতে মেসি বার্সার সঙ্গেই থাকেন বা প্রয়োজনে কোচিং কেরিয়ার শুরু করতে পারেন সে ব্যাপারে আগেই তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্লাবের তরফে। তবে সেইসব জল্পনায় জল পড়ে গেল বৃহস্পতিবার। ক্লাবের পক্ষ থেকে ট্যুইটে জানিয়ে দেওয়া হল মেসি আর বার্সেলোনায় খেলবেন না। 

 


ফলে বার্সেলোনার সঙ্গ দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের এবার অবসান হতে চলেছে মেসি। নাটকীয় এই পটপরিবর্তন ঘটে বৃহস্পতিবার। এদিন বার্সা কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় ফুটবলের রাজপুত্রের। কিন্তু এবার আর সমাধান বের হলো না।  প্রথমে শোনা গয়েছিল বার্সার সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি আর হচ্ছে না। 
টিনএজার হিসেবে বার্সায় মেসির অভিষেক হয় ২০০৪ সালে। কিন্তু নতুন চুক্তি স্বাক্ষর না হওয়ায় ১ জুলাই থেকে মেসি ফ্রি এজেন্সি পুলে চলে যান। তাতেই জল্পনা জোরালো হতে থাকে, মেসির বার্সায় ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করে। এবার বার্সায় না থাকার কারণ সোজাসুজি প্রেসিডেন্টকে জানিয়ে দিলেন মেসি।

গত ১০ জুন ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এর চার দিন পরই স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমে খবর আসে, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন মেসি। বুধবার রাতে মার্কা, মুন্দো দেপোর্তিভো, স্পোর্তসহ স্পেনের বেশ কয়েকটি পত্রিকা দাবি করে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আনুষ্ঠানিক রূপ পাবে। তবে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল থেকে হঠাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করে। লা লিগার নিয়ম-কানুনের জটিলতায় মেসির চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত তাই হলো। এবার আর  থাকা হলো না মেসির।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement