দুর্ঘটনার কবলে পড়লেন রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুর রাস্তায় টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। রাহুলের গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী অটো। তবে দুর্ঘটনায় রাহুলের কোনও আঘাত লাগেনি। কিন্তু তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে অটো চালকের সঙ্গে বচসায় জড়াতে দেখা গিয়েছে রাহুলকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। আপাতত এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস ট্রাফিক থানা এলাকায়। নিজের এসইউভিতে চড়ে যাচ্ছিলেন রাহুল। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস সার্কেল থেকে হাই গ্রাউন্ডের দিকে যাচ্ছিলেন। আচমকাই একটি পণ্যবাহী অটো রাহুলের গাড়িতে ধাক্কা মারে।
এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেছেন, 'এটি একটি ছোট ঘটনা, যা ঘটনাস্থলেই মিটমাট করা যেত। বর্তমানে এ বিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি।' ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে, দুর্ঘটনার পর দ্রাবিড়কে খুবই হতাশ দেখাচ্ছিল। গাড়ি থেকে নেমে তিনি ড্রাইভারকে কন্নড় ভাষায় কিছু বলছেন। এটাও জানা গিয়েছে যে, যাওয়ার সময় দ্রাবিড় অটো চালকের কাছ থেকে তাঁর ফোন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নিয়েছিলেন।