Advertisement

Rahul Dravid: 'বোনাস চাই না,' BCCI-এর প্রাইজমানির অর্ধেক ফিরিয়ে দিচ্ছেন দ্রাবিড়, কেন?

টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর বিরাট অঙ্কের টাকা পেয়েছিল ভারতীয় দল (Team India)। আইসিসি-র (ICC) থেকে পাওয়া অর্থ তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছিল, বিসিসিআই-এর (BCCI) দেওয়া টাকাও। পাঁচ কোটি টাকা পেয়েছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আড়াই কোটি টাকা করে পান সাপোর্ট স্টাফরা। তবে সেই টাকার অর্ধেক ফিরিয়ে দিয়ে নজির গড়লেন দ্রাবিড়। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছেন, সাপোর্ট স্টাফদের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই পরিমাণ টাকাই তিনি পুরস্কারমূল্য হিসেবে নিতে চান। 

কোচিং স্টাফদের সঙ্গে রাহুল দ্রাবিড়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2024,
  • अपडेटेड 10:57 AM IST

টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর বিরাট অঙ্কের টাকা পেয়েছিল ভারতীয় দল (Team India)। আইসিসি-র (ICC) থেকে পাওয়া অর্থ তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছিল, বিসিসিআই-এর (BCCI) দেওয়া টাকাও। পাঁচ কোটি টাকা পেয়েছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আড়াই কোটি টাকা করে পান সাপোর্ট স্টাফরা। তবে সেই টাকার অর্ধেক ফিরিয়ে দিয়ে নজির গড়লেন দ্রাবিড়। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছেন, সাপোর্ট স্টাফদের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই পরিমাণ টাকাই তিনি পুরস্কারমূল্য হিসেবে নিতে চান। 

ঠিক কী জানিয়েছেন দ্রাবিড়?

রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'দ্রাবিড় তাঁর সাপোর্ট স্টাফদের (বোলিং কোচ পারস মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর) মতোই আড়াই কোটি টাকা পুরস্কার মূল্য হিসেবে নিতে চান। আমরা তাঁর এই ইচ্ছেকে সমর্থন করছি।' বিশ্বকাপ জেতার পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। তিনি লেখেন, 'ICC T20 বিশ্বকাপ 2024 জেতার জন্য টিম ইন্ডিয়ার সদস্যদের জন্য ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত৷ পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যতিক্রমী প্রতিভা, দৃঢ়তা এবং ক্রীড়ানুরাগীদের প্রদর্শন করেছে৷ সমস্ত খেলোয়াড়, কোচ এবং সমর্থককে অভিনন্দন।' 

এর আগেও এমনটা করেছেন দ্রাবিড়
রাহুল দ্রাবিড়ের কোচিং-এই ভারতীয় দল এর আগে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। সেই সময়ে, দ্রাবিড়কে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল বোর্ড। সেই সময় সাপোর্ট স্টাফরা পেতেন ২০ লক্ষ টাকা। খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩০ লক্ষ টাকা। সূত্রের খবর অনুযায়ী, দ্রাবিড় এই ধরনের বিভাজন প্রত্যাখ্যান করেছিলেন, বিসিসিআইকে বলেছিলেন, সবাইকে সমানভাবে পুরস্কৃত করার জন্য। আর সেটাও মেনে নিয়েছিল বোর্ড। এরপর বোর্ড নগদ পুরস্কারের একটি সংশোধিত তালিকা জারি করে যাতে দেখা যায় সাপোর্ট স্টাফদের মতোই দ্রাবিড়ও পাচ্ছেন ২৫ লক্ষ টাকা।

Advertisement

বারবার, দ্রাবিড় তার নিঃস্বার্থ কাজের জন্য প্রশংসা পেয়েছেন। যখন তিনি খেলতেন সেই সময়ও এমন নজির রেখেছেন তিনি। ব্যাটার হিসেবে তো বটেই, খেলেছেন উইকেট কিপার ব্যাটার হিসেবেও। অর্থাৎ টিমের জন্য বাড়তি দায়িত্ব নিতে পিছুপা হননি কোনওদিন। এবার একজন কোচ হিসেবে, দ্রাবিড় যাদের সঙ্গে কাজ করেন তাদের জন্যও ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। যা দেখে মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা।     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement