Advertisement

Rahul Dravid on Rishabh Pant: 'পন্ত ভাল ফর্মে, কিন্তু হার্ট বিট বাড়িয়ে দেয়...' রসিকতা দ্রাবিড়ের

পন্তকে গেম চেঞ্জারও বলেছেন দ্রাবিড়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আসলে, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ৯৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। এখান থেকে ঋষভ পন্ত দায়িত্ব নেন এবং ১১১ বলে ১৪৬ রান করেন। 

রাহুল দ্রাবিড় ও ঋষভ পন্ত রাহুল দ্রাবিড় ও ঋষভ পন্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2022,
  • अपडेटेड 4:56 PM IST
  • দারুণ ব্যাট করেছেন পন্ত
  • রসিকতা করলেন দ্রাবিড়

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হারের পর ঋষভ পন্তের ঝোড়ো ইনিংস নিয়ে প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, টেস্ট ক্রিকেটে ঋষভ পন্ত বিভিন্ন ধরনের শট খেলেন, যা মানুষের হার্টবিট বাড়িয়ে দেয়।

পন্তকে গেম চেঞ্জারও বলেছেন দ্রাবিড়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আসলে, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ৯৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। এখান থেকে ঋষভ পন্ত দায়িত্ব নেন এবং ১১১ বলে ১৪৬ রান করেন। 

রবীন্দ্র জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেটে ২২২ রানের জুটি গড়েন পন্ত। এর ফলে প্রথম ইনিংসে ৪১৬ রানের বড় স্কোর করে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে যায় তারা। এরপর ৩ উইকেট হারিয়ে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড দল। 

আরও পড়ুন

'পন্তের এমন শট দেখে অভ্যস্ত হয়ে যাও'

ম্যাচের পর সংবাদিক সম্মেলনে কোচ দ্রাবিড় বলেন, ''টেস্ট ক্রিকেটে ঋষভ পন্ত দুর্দান্ত খেলছে। এর আগে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই কঠিন পরিস্থিতিতেও সেঞ্চুরি করাটা সহজ ছিল না। কিন্তু পন্ত সময়ে সময়ে মানুষের হার্টবিট বাড়ায়, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি।'' 

কোচ দ্রাবিড় মনে করেন ঋষভ পন্তের কিছু নতুন শট খেলা উচিত। কোচ বলেন, ''আমরা এটাও মেনে নিচ্ছি যে পন্তেরও এমন কিছু শট খেলা উচিত যা সে আগে কখনও খেলেনি। আমরা এটা দেখতে চাই।''

'ক্রিজে আসার সঙ্গে সঙ্গেই ব্যাট চালায় না পন্ত'

দ্রাবিড় বলেছেন, ঋষভ পন্ত যে ভাবে খেলে, সে যে কোনও ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। পন্ত সেই কাজটাই করেছে। এই এজবাস্টন টেস্টে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে। কিন্তু আমরা দেখেছি যে ব্যাট করতে নেমেই কিন্তু চালাতে শুরু করে এমন নয়। 

Advertisement

তিনি বলেন, 'পন্ত খারাপ বলের জন্য অপেক্ষা করেছে। যতবার বিরতির পর খেলা শুরু হয়েছে ততবার পন্ত নিজেকে উইকেটে নতুন ভাবে উইকেটে সেট করেছে তারপর শট খেলেছে। এই কথাটাই আমরা সকল ক্রিকেটারকে বোঝাতে চেয়েছি। তুমি যখন অনুভব করবে যে পরিস্থিতি তোমার পক্ষে, তখন  ইতিবাচক শট খেল।''

Read more!
Advertisement
Advertisement