পাকিস্তান ক্রিকেট নিয়ে একের পর এক ঘটনা সামনে আসছে। এবার মারাত্মক অভিযোগ সামনে আনলেন অপসারিত সভাপতি রামিজ রাজা (Ramiz Raja)। পিসিবি (PCB) ও পাকিস্তান সরকারের (Pakistan) বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন তিনি। রামিজ রাজার অপসারনের পর সিলেকশন কমিটিতেও বদল আনা হয়। প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) নির্বাচক কমিটির প্রধান করা হয়েছে।
সম্প্রতি, রমিজ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, এমন ঘটনা কেবল পাকিস্তানেই ঘটতে পারে। নিয়ম লঙ্ঘন করে, মেয়াদ শেষ হওয়ার আগে কাউকে সরিয়ে দেওয়া যেতে পারে।'তিনি এও জানান, গোটা বিষয়টি তিনি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবেন। তবে রমিজ বলেন, পিসিবি চেয়ারম্যান পদে পরিবর্তনের পর সকাল ৯টা ১০ মিনিটে ১৭ জন অফিসে প্রবেশ করেন। মনে হচ্ছে এফআইএর অভিযান চলছে। এমনকি আমাদের লাগেজ বাইরে নিয়ে যেতে দেওয়া হয়নি।'
বিশ্বকাপের টি-শার্টও নিয়ে যেতে পারেননি রামিজ
রমিজ বলেন, “আমরা দেখেছি কীভাবে একজন ব্যক্তিকে সিস্টেমে ফিট করানোর জন্য আইন ও সংবিধান পরিবর্তন করা হয়েছে। নাজাম শেঠি রাত ২.৩০ মিনিটে আমার প্রস্থান এবং তাঁর আগমনের ঘোষণা করেন ট্যুইট করে। যেন তিনি এমন মসিহা যিনি রাতারাতি ক্রিকেটকে বদলে দেবেন। আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। তাই জানি।' অপসারণের দিনের ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, 'আমাকে কম্পিউটারটাও বাড়িতে আনতে দেয়নি। আমার বিশ্বকাপের জার্সিটাও নিয়ে আসতে পারিনি।'
'একজনের জন্য সংবিধান পরিবর্তন'
প্রাক্তন পিসিবি প্রধান বলেছেন, 'এটা শুধুমাত্র পাকিস্তানেই ঘটতে পারে যে আপনি একজনের জন্য সংবিধান পরিবর্তন করবেন এবং এটি কোথাও হয় না। এমন লোক কমিটিতে এসেছে যারা কখনো ক্রিকেট খেলেনি। তার ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কিন্তু তারা এসে রাজত্ব করছে। এখানে ক্রিকেটারদের শক্তিশালী হতে হবে। যারা তিনি কখনো ব্যাট বা বল ধরনি। তারা কেন ক্ষমতায়? দেশে যখন ক্রিকেটে যখন উন্নয়ন ঘটছে, তার মাঝেই এমন ঘটনা ঘটলে খারাপ লাগে।'
এর আগেও পিসিবি চেয়ারম্যান ছিলেন নাজাম শেঠি
রমিজ রাজাকে ২০২১ সালের সেপ্টেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান PCB-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিলেন। রমিজ, ১৫ মাস এই পদে ছিলেন। ইমরানকে সরিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। এর পরেই রমিজকে সরিয়ে আবার নাজাম শেঠিকে সভাপতি করেন তিনি। নাজাম শেঠি ২০১৭ সালেও পিসিবি চেয়ারম্যান ছিলেন, যাকে ইমরানের সরকার আসার পর পদত্যাগ করতে হয়েছিল।