দীর্ঘ ৩২ বছর পর রঞ্জি (Ranji Trophy 2023) জেতার সুযোগ বাংলা (Bengal Cricket Team) দলের সামনে। এই নিয়ে পনেরোবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে বাংলা দল। তবে জিতেছে মাত্র একবার। ১৯৭২ সালের পর আর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা দল। এবার ইডেনে সামনে সৌরাষ্ট্র। ঘরের মাঠের সুবিধা নিতে দর্শকদের বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থাও করে দিয়েছে সিএবি (CAB)। চ্যাম্পিয়ন হলে মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary) জন্য থাকবে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কারও।
চ্যাম্পিয়ন হলে কত টাকা পেতে পারেন মনোজরা?
প্রকাশ্যে ঘোষণা না করলেও, ৫ থেকে ১০ কোটি টাকা দেওয়া হতে পারে মনোজদের। যদিও কোনও ব্যাপারেই প্রকাশ্যে মুখ খুলছেন না সিএবি কর্তারা। তবে নিজেদের মধ্যে আলোচনা করেই বিরাট অঙ্কের পুরস্কারের কথা ঠিক হয়েছে বলেই সূত্রের খবর। ভাল খেললেও বারেবারে ফাইনাল বা সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সফল হয়নি বাংলার। তাই এখনই কেউ এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। সিএবি কর্তারা বলছেন, 'আগে চ্যাম্পিয়ন হোক তারপর এ ব্যাপারে কথা হবে।'
ইডেনের পিচে ঘাস থাকবে
ফাইনাল ম্যাচে ইডেনের উইকেটে ঘাস থাকবে বলেই জানা গিয়েছে। ফলে বাংলা দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। ওপেনিং-এ নতুন মুখ দেখতে পাওয়া যেতে পারে। পরিবর্তন হতে পারে বোলিং লাইন আপেও।
ওপেনিং নিয়ে বাংলা দলের চিন্তা থাকছে। চলতি মরশুমে ওপেনাররা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি। অভিষেক দাস, করুণ লাল কাজী, কৌশিক ঘোষ কেউই সফল হতে পারেননি। যদিও ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করে চলেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি রান পেলেও ওপেনিং জুটি গড়ে তুলতে পারেনি বাংলা দল। পিচে ঘাস থাকায়, করুণের ওপর আস্থা রাখতে পারছে না বাংলা দল। তাঁর জায়গায় ফাইনাল ম্যাচে অভিষেক হতে পারে সুমন্ত গুপ্তর। এই মরশুমে দলে থাকলেও এখনও একটাও ম্যাচে সুযোগ পাননি তিনি। সীমিত ওভারের ক্রিকেটে বাংলার হয়ে নজর কেড়েছেন তিনি। তাঁকে মানসিক ভাবে প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার অনুশীলনে সুমন্তকে ভাল ভাবে দেখে নেন কোচ লক্ষ্মীরতন শুক্লা।