প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বিশ্বাস (Ravi Shastri) করেন যে টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কোনও মানেই হয় না। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে কেবলমাত্র টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে শাস্ত্রীর মন্তব্য নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ভারতের অন্যতম সফল কোচ শাস্ত্রীও মনে করেন যে ক্রীড়া অনুরাগীদের উৎসাহের কথা বিবেচনা করে, ছোট ফর্ম্যাটের ক্ষেত্রে সবচেয়ে ভাল উপায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে দুই বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা।
'টি-টোয়েন্টিতে অনেক দ্বিপাক্ষিক ক্রিকেট চলছে'
শাস্ত্রী ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, “টি-টোয়েন্টিতে প্রচুর দ্বিপাক্ষিক ক্রিকেট চলছে। এটা আমি আগেও বলেছি, যখন আমি ভারতীয় দলের কোচ ছিলাম। এটা আমার সামনে ঘটছিল। 'টি-টোয়েন্টি ক্রিকেট' ফুটবলের মত হওয়া উচিত যেখানে আপনি শুধু বিশ্বকাপ খেলবেন। দ্বিপাক্ষিক টুর্নামেন্টের কথা কেউ মনে রাখে না।''
ভারতীয় কোচ হিসেবে শাস্ত্রীর মেয়াদ শেষ হয়েছে গত বছর। তিনি বলেছিলেন যে ভারতীয় কোচ হিসাবে গত ছয়-সাত বছরের মেয়াদে বিশ্বকাপ ছাড়া একটিও টি-টোয়েন্টি ম্যাচ তাঁর মনে নেই।
তিনি বলেন, ‘প্রত্যেক দেশেই এখন ফ্র্যাঞ্চেইজি ক্রিকেট চালু হয়েছে। সেখানে নানা দেশের ক্রিকেটাররা খেলছে। যে দেশগুলিতে এই টুর্নামেন্ট হচ্ছে তাদের দেশের ক্রিকেটাররাও খেলছে। ফলে তাদের দেখে নেওয়ার সুযোগ থাকছে। তাই আন্তর্জাতিক ফুটবলের মত টি২০ ক্রিকেটে আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু বিশ্বকাপটাই থাক।'
'এমনকি একটি আইপিএল মরশুম দুটি ভাগে হওয়া উচিত'
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) পরবর্তী পাঁচ বছরের জন্য মিডিয়া এবং সম্প্রচার স্বত্ব বিক্রি করা হবে জুনে। আইপিএলের ভবিষ্যত সম্পর্কে কথা বলতে গিয়ে, প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া বলেছেন, "আমি মনে করি ভবিষ্যতে প্রতিটি ক্যালেন্ডার বছরে আইপিএলের দুটি পর্ব হতে পারে। শাস্ত্রীও চোপড়ার সঙ্গে একমত। বললেন, 'এটাই ভবিষ্যৎ। '
আরও পড়ুন: আমেরিকায় মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কবে ম্যাচ?
তিনি বলেন, ''পরবর্তীতে হতে পারে। দুই মরশুমে ১৪০টি ম্যাচ ৭০-৭০ ভাগে ভাগ করা হবে। আমি বায়ো-বাবলের বাইরের লোকদের দেখেছি, করোনা থেকে বেরিয়ে আসার পর গত কয়েক মাসে লোকেরা কী ভাবে আইপিএল নিয়ে পর্যালোচনা করেছে এবং তারা এই টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত উপভোগ করছে এবং আইপিএল শেষ হয়ে গেলে হতাশ হয়ে পড়ছে।''