এশিয়া কাপের পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। পরপর খেলেই চলেছে ভারতীয় দল (Team India)। তাই বিশ্বকাপের আগে ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) সহ একাধিক তারকা ক্রিকেটার। তবে সেই অনুশীলনে হাজির রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
অনুশীলনে অশ্বিন
দীর্ঘসময়, ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। এবারের বিশ্বকাপে ১১ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটাতে মরিয়া বিরাট-রোহিতরা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) ভারতের ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামছে ভারত। গতকাল ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। তাতে ভারতের মাত্র চারজন ক্রিকেটার এসেছিলেন। নেটে দেখা গিয়েছিল শুভমন গিল, ইশান কিষাণ, শার্দূল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিনকে। গতকাল ভারতীয় ক্রিকেট টিমের ইন্সটাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে এই ক্রিকেটারদের অনুশীলনে দেখা গিয়েছে। টানা ২০ মিনিট ধরে ব্যাটিং প্র্যাক্টিস করেন রবিচন্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছিল ভারতীয় দল। সেই সিরিজে প্রথম দুই ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি ভারতের তারকা অফ স্পিনার। আট নম্বরে ব্যাটিং করতে নেমে শার্দূল ঠাকুর খুব একটা ভরসা দিতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের আগে তাই নেটে ঘাম ঝড়ালেন অশ্বিন। অলরাউন্ডার অক্ষর প্যাটেলের চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। অশ্বিন তাই নিজেকে ব্যাটার হিসেবেও প্রমাণ করতে মরিয়া।
বিসিসিআই-এর প্রকাশ করা ভিডিওতে একেবারে অন্যভাবে দেখা যায় অশ্বিনকে। পরিচিত শট নয়, নেটে স্যুইপ, বিভার্স স্যুইপ খেলতে দেখা যায় তাঁকে। অশ্বিন জানেন, তিনি যে সময় ব্যাট করতে নামবেন, তখন তাঁকে বড় শট খেলে রান করতে হবে। সেই কারণেই বিশেষ ধরনের অনুশীলন। ব্যাট করার পাশাপাশি নেটে বল করতেও দেখা গিয়েছে অশ্বিনকে। প্রায় ৩০ মিনিট ধরে বোলিং অনুশীলন করেন। অশ্বিনের পাশাপাশি অলরাউন্ডার শার্দূল ঠাকুরকেও ব্যাটিং প্র্যাক্টিসে দেখা গিয়েছে।