Advertisement

IPL-এ রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট হাতে ধামাকা, গড়লেন এই রেকর্ড

IPL-এ রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট হাতে ধামাকা, গড়লেন এই রেকর্ড। যাতে তিনি জাতীয় দলের সতীর্থ ঠিক রবীন্দ্র জাদেজার পিছনেই রয়েছেন। জানেন কোন রেকর্ড?

রবিচন্দ্রন অশ্বিনরবিচন্দ্রন অশ্বিন
Aajtak Bangla
  • মুম্বই,
  • 12 May 2022,
  • अपडेटेड 8:39 AM IST
  • IPL-এ রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট হাতে ধামাকা
  • গড়লেন বেশি ইনিংসে হাফ সেঞ্চুরির এই রেকর্ড
  • তিনি তালিকায় ২ নম্বরে থাকলেন

Indian Premiere League(IPL): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ বুধবার দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস এর মধ্যে খেলা হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন ব্যাটিং নিয়ে চমৎকার ঘটিয়ে দিয়েছেন। প্রকৃতপক্ষে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং নিয়ে সবাই চিন্তায় থাকেন। তবে তিনি টি-টোয়েন্টিতে এ ধরণের ঝোড়ো ব্যাটিং করবেন তা অবশ্য ভাবা যায়নি। তাঁকে আরও একবার তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। রবিচন্দ্রন অশ্বিনকে দেখে চমকে যান অনেকেই। ৩৮ বলে ৫০ রান করেন।

অবশ্য সেই ক্যাপ্টেন এর ট্রাক ভরসার মর্যাদা দেন চারটি ৪ এবং ২ টি ৬ মেরে অশ্বিন এই রান করেন। অশ্বিন এর আগে যশস্বী জয়সওয়াল এর সঙ্গে মিলে ৪৩ রান এবং পরে দেবদত্ত পাডিক্কালের সঙ্গে মিলিয়ে ৫৩ রানের পার্টনারশিপ করেন। এই আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন বেশ কিছু তৃতীয় নম্বরে খেলতে এসেছেন। কিন্তু তার আগে তিনি অবশ্য তেমন সফল হননি। তবে তিনি দ্রুত গতিতে রান বানিয়েছেন। স্ট্রাইক রেট হাই করে দিয়েছে। আসলে তাঁকে বিরোধীদলের রণকৌশল ভেস্তে দেওয়ার জন্য তিন নম্বরে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। সেই সুযোগ দুই হাতে আঁকড়ে ধরেছে।

অশ্বিন, তিনি যে ভালো ব্যাট করেন তারা এর আগে টেস্ট ম্যাচগুলিতে দেখেছি। তাঁর টেস্টে সেঞ্চুরি রয়েছে। তবে টি-টোয়েন্টি বা সীমিত ওভারের ম্যাচে তিনি তেমন সফল হননি। যদিও সেই আক্ষেপ তিনি রাজস্থান রয়েলসের বিরুদ্ধে সুদে-আসলে মিটিয়ে নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন রেকর্ড এনে দিয়েছে। সবচেয়ে বেশি ইনিংসের পরে পঞ্চাশ করা তিনি দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে পড়েন। এক্ষেত্রে তাঁরই জাতীয় দলের সতীর্থ ও স্পিট জুটির অন্যতম রবীন্দ্র জাদেজা রয়েছেন তিনি ১৩২টি ম্যাচ খেলার পরে নিজের প্রথম পঞ্চাশ করেছিলেন।

আরও পড়ুন

প্রথম ফিফটিন করা সবচেয়ে বেশি ইনিংস নেওয়া খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন যাঁরা

. রবীন্দ্র জাদেজা ১৩২ ইনিংস

. রবিচন্দ্রন অশ্বিন ৭২ ইনিংস

. হরভজন সিং ৬১ ইনিংস

৪. স্টিভেন স্মিথ ৩১ ইনিংস

যদি এই সিজনে রবিচন্দ্রন অশ্বিন এর পারফরম্যান্সের কথা বলি, তাহলে তিনি এখনও পর্যন্ত ১২ ম্যাচে ১৩৩ রান করে ফেলেছেন। অনেক ব্যাটসম্যানদের এত ভাল রান নেই।এছাড়া অশ্বিনেপ নামে ন'টি উইকেট রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement