বিশ্বকাপের (ICC World Cup 2023) দলে জায়গা হয়নি। তবে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে দলে জায়গা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। মোহালিতে প্রথম একদিনের ম্যাচে ভারত ৫ উইকেটে জেতার পর, ব্যাট হাতে মাঠে নেমে পড়তে দেখা যায় ভারতীয় দলের অলরাউন্ডারকে।
রাত ১০টা নাগাদ ব্যাট হাতে নেমে পড়তে দেখা যায় অশ্বিনকে। হঠাৎ হলটা কী? ম্যাচ শেষ হওয়ার পর, হেলমেট, গ্লাভস, প্যাড পরে সোজা চলে যান নেটে। অনুশীলন শুরু করে দেন তিনি। দল জেতার পর এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু সামনে যে বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও, অক্ষর প্যাটেলের চোট অশ্বিনের দরজা খুলে দিয়েছে। আর এই সুযোগ কোনওভাবেই হারাতে চান না তিনি। প্রায় মাঝরাত পর্যন্ত নেটে ব্যাটিং করে গিয়েছেন অশ্বিন। তবে এখন দেখার, বিশ্বকাপের দলে তাঁর সুযোগ হয় কিনা।
অক্ষর পটেলের চোট রয়েছে। বাঁহাতি এই স্পিনার বিশ্বকাপের দলে রয়েছেন। কিন্তু তিনি সুস্থ না হলে এক জন স্পিনার-অলরাউন্ডারকে প্রয়োজন ভারতের। সেই জায়গায় অশ্বিনের কথা ভাবা হচ্ছে বলে মনে করা হচ্ছে। শুক্রবারের ম্যাচে ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে একটি উইকেট নেন অশ্বিন। ব্যাট করার সুযোগ পাননি। তাই খেলা শেষ হতেই ব্যাট করতে নেমে পড়েন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন কোচ রাহুল দ্রাবিড় যদিও বলেছিলেন যে, অশ্বিনকে কোনও পরীক্ষার মুখে ফেলা হচ্ছে না। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। দ্রাবিড় বলেন, ‘অশ্বিন দলে আসায় দলের অভিজ্ঞতা বাড়ল। সেই সঙ্গে আট নম্বরে নেমে ব্যাট হাতেও দলকে সাহায্য করতে পারবে ও। যদিও এই সিরিজ় অশ্বিনের জন্য কোনও পরীক্ষা নয়। অশ্বিনের কাছে এক দিনের ক্রিকেটে শুধু আরও একটা সুযোগ।‘
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলে ছিলেন তিনি। ফলে বিশ্বকাপের দলে নিতে হলে অশ্বিনকেই এগিয়ে রাখা হচ্ছে বলে মনে করা হচ্ছে।