Advertisement

Ravichandran Ashwin: কোভিড আক্রান্ত অশ্বিন, খেলতে পারবেন ইংল্যান্ডের বিরুদ্ধে?

বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, "অশ্বিন দলের সঙ্গে ইংল্যান্ডে যাননি কারণ তিনি যাত্রার আগে কোভিড আক্রান্ত হন। তবে আমরা আশা করছি, ১ জুলাই থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচের আগে তিনি সময়মতো সুস্থ হয়ে উঠবেন।' সূত্রটি যোগ করেছে, "অশ্বিন লিসেস্টারশায়ারের বিপক্ষে অনুশীলন ম্যাচটি নাও খেলতে পারেন।" টেস্ট দলের বেশিরভাগ সদস্য ইতিমধ্যেই লেস্টারে পৌঁছে গিয়েছেন। বোলিং কোচ পারস মামরে এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তত্ত্বাবধানে এই খেলোয়াড়রা প্রশিক্ষণও শুরু করে দিয়েছেন।

রবিচন্দ্রন অশ্বিন, ফাইল চিত্র রবিচন্দ্রন অশ্বিন, ফাইল চিত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jun 2022,
  • अपडेटेड 8:09 AM IST
  • কোভিড আক্রান্ত অশ্বিন
  • দলের সঙ্গে ইংল্যান্ডে যাননি তিনি

ইংল্যান্ড সফর শুরুর আগেই করোনা ভাইরাসের কবলে পড়েছে টিম ইন্ডিয়া। তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) কোভিড -১৯ আক্রান্ত হয়েছেন। অনুশীলন ম্যাচের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে তাঁর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পঞ্চম টেস্টের জন্য সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হননি অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং প্রয়োজনীয় প্রোটোকল পূরণ করার পরেই দলে যোগ দেবেন। ভারতীয় দল ১৬ জুন ইংল্যান্ডে রওনা দেয়। 

টেস্ট ম্যাচের আগে সেরে উঠার আশা

বিসিসিআইয়ের (BCCI) একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, "অশ্বিন দলের সঙ্গে ইংল্যান্ডে যাননি কারণ তিনি যাত্রার আগে কোভিড আক্রান্ত হন। তবে আমরা আশা করছি, ১ জুলাই থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচের আগে তিনি সময়মতো সুস্থ হয়ে উঠবেন।'

আরও পড়ুন

সূত্রটি যোগ করেছে, "অশ্বিন লিসেস্টারশায়ারের বিপক্ষে অনুশীলন ম্যাচটি নাও খেলতে পারেন।" টেস্ট দলের বেশিরভাগ সদস্য ইতিমধ্যেই লেস্টারে পৌঁছে গিয়েছেন। বোলিং কোচ পারস মামরে এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তত্ত্বাবধানে এই খেলোয়াড়রা প্রশিক্ষণও শুরু করে দিয়েছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষেও ম্যাচ আছে

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ঋষভ পন্ত (Rishabh Pant) এবং শ্রেয়াস আইয়ার লন্ডনে পৌঁছেছেন। তাঁরা সকলেই মঙ্গলবার লেস্টারে যাবেন। ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে আয়ারল্যান্ডে যাওয়া দলটি ২৩ বা ২৪ জুন ডাবলিনের উদ্দেশ্যে রওনা হবে। কারণ দলের সদস্যদের তিন দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। 

১-৫ জুলাইয়ের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য ভাবে, কোভিড -১৯-এর কারণেই ভারতীয় দল গত বছর ইংল্যান্ড সফরে শেষ টেস্ট ম্যাচ খেলতে পারেনি। চারটি টেস্ট ম্যাচের পর টিম ইন্ডিয়া বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement