
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022)-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) শুরুটা ভালো হয়নি। নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নেতৃত্বে চেন্নাই টানা তিনটি পরাজয়ের মুখোমুখি হয়েছে। দলটি এখন নতুন উদ্যমে খুঁজছে, যার সম্মুখ সামলাচ্ছেন স্বয়ং অধিনায়ক রবীন্দ্র জাদেজা।
বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তাকে সতীর্থদের সাথে বাস্কেটবল খেলতে দেখা যায়। কিন্তু এই খেলায় একটা টুইস্টও আছে, কারণ এখানে বল না দেখে ঝুড়িতে পৌঁছে দিতে হয়।
পরপর তিন-চার বার না তাকিয়েই সফলভাবে বল ঝুড়িতে নিয়ে আসেন রবীন্দ্র জাদেজা। এবং তা উদযাপন করেছেন প্রচণ্ডভাবে। রবীন্দ্র জাদেজার এই ভিডিওটি চেন্নাই সুপার কিংসও শেয়ার করেছে এবং এখন এটি ক্রমশ ভাইরাল হচ্ছে।
আসুন আমরা আপনাকে বলি যে চেন্নাই সুপার কিংস (CSK) এখনও পর্যন্ত আইপিএলে তিনটি ম্যাচ খেলেছে। তিনটিতেই দলকে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে। কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস।
গত কয়েকদিনে তাকে ব্যাট-বলে দেখা যাচ্ছে। গত আইপিএলেও রবীন্দ্র জাদেজা আধিপত্য বিস্তার করেছিলেন, এরপর ভারতীয় দলে ফিরে আসার পরেও তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন।
এবারের আইপিএল শুরুর ঠিক আগে চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজাকে তাদের অধিনায়ক করেছে। মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং রবীন্দ্র জাদেজার হাতে দায়িত্ব তুলে দেন। তবে অধিনায়ক হিসেবে প্রথম জয় খুঁজছেন জাদেজা।