Advertisement

India VS England 1st Test: বলে ব্যাটে তারকা জাদেজা, টিম ইন্ডিয়ার সেরা অলরাউন্ডার কীভাবে বদলে গেলেন?

বলের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৮৭ রান করেন তিনি। তাঁর ব্যাটিংয়ের জেরেই ভারত চালকের আসনে। প্রথম ইনিংসে বল হাতেও নিয়েছেন ৩ টি উইকেট। 

রবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • হায়দরাবাদ ,
  • 27 Jan 2024,
  • अपडेटेड 3:09 PM IST

বলের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৮৭ রান করেন তিনি। তাঁর ব্যাটিংয়ের জেরেই ভারত চালকের আসনে। প্রথম ইনিংসে বল হাতেও নিয়েছেন ৩ টি উইকেট। 

কিন্তু কয়েকবছর আগেও জাদেজা ব্যাটিংয়ে এতটা পারদর্শী ছিলেন না। ২০১৯ সাল থেকেই তাঁর টেস্টে খেলায় পরিবর্তন আসে। উল্লেখ্য, কেএল রাহুল আউট হয়ে যাবার পর দক্ষ হাতে দলের হাল ধরেন জাদেজা। ইংল্যান্ডের বোলারদের তিনি একবারের জন্যও ম্যাচে জাঁকিয়ে বসার সুযোগ দেননি। ৮৭ রানের মূল্যবান ইনিংস খেলে তিনি দলকে ১৯৫ রানে লিড এনে দেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অক্ষর প্যাটেল। ২০১৯ সাল থেকেই ব্যাট হাতে ভরসা যোগাতে শুরু করেন জাদেজা। 

বিভিন্ন ম্যাচে দলের জন্য ব্যাট হাতে অনেকবার ত্রাতা হয়েছেন জাদেজা। উল্লেখ্য, প্রথম ইনিংসে কার্যত একাই ইংলিশ বোলারদের বিরুদ্ধে দাপট দেখান তিনি। তাঁর ব্যাটিং দেখে একটা সময় ইংল্যান্ডের খেলোয়াড়রাও হতাশ হয়ে পড়েন। কঠিন সময়ে দলকে ভরসা দেন তিনি। 

২০১২-২০১৮ সাল পর্যন্ত রবীন্দ্র জাদেজা তাঁর টেস্ট ক্যারিয়ারে ৫৯ টি ম্যাচ খেলে ১৪০৪ রান করেন। এই সময়ের মধ্যে, তাঁর গড় ছিল ৩১.২০। ৯ টি অর্ধশতক ছাড়াও, একটি সেঞ্চুরী রয়েছে তাঁর নামে। কিন্তু ২০১৯ থেকে পরিবর্তন এসেছে তাঁর ব্যাটিংয়ে। ২০১৯ থেকে এখনও ২৯ টি টেস্টে তাঁর রান ১৪৮১, গড় ৪৪.৮৭। রয়েছে ২ টি সেঞ্চুরী সহ ১১ টি হাফ-সেঞ্চুরী। এখন পর্যন্ত মোট ৬৯ টি টেস্ট খেলে ২৮৮৫ রান করেছেন তিনি। গড় ৩৬.৯৮। এছাড়াও, বর্তমান আইসিসি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার জাদেজা। তাঁর নামে টেস্টে ২৭৮ টি উইকেট রয়েছে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে জাদেজার রাইভাল হিসাবে ধরা হলেও, স্টোকসের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন জাদেজা। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৩৬.৬০ সেখানে জাদেজার ব্যাটিং গড় ৩৬.৯৮। বোলিংয়ের ক্ষেত্রেও পিছিয়ে স্টোকস। টেস্টে তাঁর সর্বোচ্চ উইকেট ১৯৭ টি, সেখানে জাদেজা পেয়েছেন ২৭৮ টি। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement