সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) হারিয়ে প্লে-অফের রাস্তা কার্যত পাকা করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। রবিবার হায়দরাবাদকে তারা হারাল ৬৭ রানে। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে আরসিবি। জবাবে ১২৫ রানেই শেষ কেন উইলিয়ামসনদের ইনিংস।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। এদিন ব্যাট হাতে ব্যর্থ আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম বলেই আউট হয়ে ফিরে যান তিনি। তবে আরসিবির হয়ে লড়াই চালান অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ৫০ বলে ৭৩ রান করে অপরাজিত তিনি। তাঁর ইনিংসে ছিল আটটা চার আর দুটো ছক্কা। ৪৮ রান করেন রজত পতিদার। মাত্র ৩৮ বলে ৪৮ রান করেন তিনি। চারটে চার আর দুটো ছক্কায় সাজান ছিল তাঁর ইনিংস। ২৪ বলে ৩৩ রান করেন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংস সাজান ছিল ৩টে চার ও দুটো ছক্কায়। মাত্র ৮ বলে ৩০ রান করেন দীনেশ কার্তিক। চারটে ছক্কা ও একটি চার মারেন আরসিবি-র উইকেট কিপার। হায়দরাবাদের হয়ে ২ উইকেট নেন জগদীশ সুচিথ। একটি উইকেট নেন কার্তিক ত্যাগী।
আরও পড়ুন: বলিউডি গানে নেচে তাক লাগিয়ে দিলেন অরুণ-বুলবুল, VIDEO
জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে লড়াই চালান রাহুল ত্রিপাঠী। মাত্র ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। ২৭ বলে মার্কাম করেন ২১ রান। আরসিবির হয়ে পাঁচ উইকেট নেন ওয়ানিন্দু হাসরঙ্গ। দুই উইকেট নেন জস হ্যাজলউড। একটি করে উইকেট নেন ম্যাক্সওয়েল এবং হর্ষল প্যাটেল।